HS Exam 2023: ট্রেনের ঝামেলা মাথায় রেখে প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে আগেই পৌঁছাল পরীক্ষার্থী‌‌রা

0
387

দেশের সময়, কলকাতা: মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হল শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮.৫২ লক্ষ। সকাল ১০টা থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই শিয়ালদা মেন লাইনে চলছে ইন্টারলকিংয়ের কাজ। গত শুক্রবার থেকে শুরু হলেও ট্রেন লেটে কার্যত নাকাল হয়ে পড়েছেন নিত্যযাত্রীরা। হালিশহর এবং নৈহাটি স্টেশনের মধ্যে এই কাজ হওয়ার কারণে কম করে দেড় ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। নিত্যযাত্রীদের পাশাপাশি মঙ্গলবার সকালে ভিড় দেখা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের।

সোমবার শিয়ালদা স্টেশনে ডি আর এম জানিয়েছেন, বাতিল হওয়া ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার। দেখা গেল, পরিস্থিতি খারাপের দিকে ভেবে নিয়েই ঘণ্টাখানেক সময় বেশি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন পরীক্ষার্থীরা।

নৈহাটির এক স্কুলে পরীক্ষার সিট পড়েছে খরদার বাসিন্দা সুচেতনা-র। তাঁর মা জানালেন, ‘‌জানি ট্রেনের গণ্ডগোল। তাই ট্রেন ছেড়ে বাস ধরেছি সকাল সাতটার সময়। ঠিক সময়ে পৌঁছতে পেরেছি।’‌

পরীক্ষার প্রথম দিন কল্যাণীর এক বেসরকারি স্কুলের সামনে ভিড় জমে গিয়েছে এদিন সকাল আটটা থেকেই। এক অভিভাবক জানালেন, ‘‌ট্রেনের গণ্ডগোল চলছে বলে আর রিস্ক নিইনি। বাস, অটো করে চলে এসেছি। প্রথম দিন তো একটু সময় নিয়ে আসা ভাল।’‌ করোনা কাটিয়ে এবারে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। পরীক্ষার কারণে কলকাতা থেকে পার্শ্ববর্তী জেলা সব জায়গাতেই অতিরিক্ত বাস চালানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পরীক্ষা স্পেশাল স্টিকার লাগানো প্রচুর অটো, ছোট গাড়ি দেখা গিয়েছে রাস্তায়।  

কলকাতা ও সংলগ্ন জেলার পড়ুয়াদের ক্ষেত্রে পরীক্ষার কয়েকটা দিনের সব থেকে বড় চিন্তা, ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছনো যাবে তো? কারণ, রাস্তায় প্রবল যানজট। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মেলে না বাস। সেই কারণেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর।

পরিবহণ দপ্তরের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ১৫ টি রুটে অতিরিক্ত বাস চালানো হবে। যে রুটে ২ টি বাস দেওয়া হবে সেক্ষেত্রে সময় ৭ টা বেজে ৪৫ মিনিট ও ৮ টা বেজে ১৫ মিনিট। একই রুটে পরীক্ষা স্পেশ্যাল বাস পাওয়া যাবে দুপুর সাড়ে বারোটা ও বারোটা বেজে ৪৫ মিনিটে। যে রুটে একটি করে বাস মিলবে সেখানে বাসের সময় সকাল ৮ টা ও দুপুর সাড়ে বারোটা। তালিকা অনুযায়ী দিতে হবে ভাড়া। জানা গিয়েছ, বিশেষ এই বাসে পরীক্ষা স্পেশ্যাল বোর্ড থাকা আবশ্যক।

অতিরিক্ত বাস চলছে যে সমস্ত রুটে রইল তালিকা :
১. বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড (২)
২. ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ (১)
৩. চেতলা থেকে পাইকপাড়া (১)
৪. কাকুঁড়গাছি থেকে বেহালা (২)
৫. কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর (১)
৬. গড়িয়া থেকে হাওড়া স্টেশন (২)
৭. গড়িয়া থেকে হাওড়া (ভায়া দেশপ্রিয় পার্ক) (২)
৮. যাদবপুর থেকে হাওড়া (১)
৯. সরশুনা থেকে হাওড়া (২)
১০. বারাকপুর থেকে হাওড়া (১)
১১. ঠাকুরপুকুর থেকে হাওড়া (২)
১২. দমদম এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড (২)
১৩. দক্ষিনেশ্বর থেকে এসপ্ল্যানেড (১)
১৪. নিউটাউন থেকে শিয়ালদহ (২)
১৫. ডানলপ থেকে বালিগঞ্জ (১)

Previous articleVice Chancellor : এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য !২৯ জন উপাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের
Next articleFalgun Sankranti : ফাল্গুন সংক্রান্তি ১৫ মার্চ ভাঁটফুলে ঘেঁটু পুজোর দিন,দিনটি কি হারিয়ে ফেলছি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here