Holi 2023 : কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে হোলির উদযাপন

0
325

দেশের সময় , কলকাতা: বাঙালিদের দোল উদযাপন হয়েছে মঙ্গলবার । বুধবার দেশের বিভিন্ন প্রান্তে হোলি (Holi 2023) উদযাপন । যদিও, মঙ্গলবার থেকেই রঙের খেলায় মেতে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত । তবে, ক্যালেন্ডার অনুযায়ী,৮ মার্চ হোলি (Holi Celebration)। অর্থাৎ দোলের পরদিনই হয় হোলি । তাই এদিনও, রং খেলার সুযোগ ছিল ।

হোলি উৎসব সবার। সারাদেশ একসঙ্গে পালন করে এই রঙের উৎসব। রঙের ছোঁয়ায় দূর হয় অনেক মলিনতা। কাশ্মীর সীমান্তে হোলি উৎসবে মাতল সেনা-জওয়ানরা। কাশ্মীরের বুদগামের হুমহামা বিএসএফ সদর দফতরে নাচে গানে পালন করা হল হোলি উৎসব

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ছোট হোলি বা হোলিকা দহন বা বুড়িপোড়া ৭ মার্চ-এ ছিল । ৮ মার্চ বুধবার উত্তর ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তে বড়ি হোলি বা রং ওয়ালি হোলি পালিত হচ্ছে । বাংলায় মঙ্গলবার দোল উৎসব পালিত হলেও, হোলির দিনও রঙিন হতে দেখা গেল রাজ্যবাসীকে ।

লাল, নীল, হলুদ…আনন্দের যে আরেক নাম হোলি..বড়বাজার সত্যনারায়ন পার্কের কাছে হোলি উদযাপন করলেন কলকাতাবাসী ৷ ছবি- দেবাশিস রায় ৷

পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস পালন করল সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেস। মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে এদিন ধর্মতলায় নারী দিবসের পাশাপাশি দোল উৎসব পালন করেন তারা। এদিন একে ওপরকে আবির মাখিয়ে দোল উৎসবে মেতে উঠেন মহিলা কর্মী সমর্থক থেকে দলের শীর্ষ নেতৃত্ব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশী পাঁজা, মালা রায়, স্মিতা বকসি সহ একাধিক মহিলা কাউন্সিলর সহ মহিলা কর্মীরা।

Previous articleBidhan Chandra Krishi Viswavidyalaya : ফল বিজ্ঞানীরা পরিবেশ শিক্ষা দিলেন স্কুলের ছাত্রীদের
Next articleHOLI 2023 : শুভ দোলপূর্ণিমা পরবর্তী হোলি উৎসব পালন করল ‘দেশের মাটি কল্যাণ মন্দির’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here