৫ মে কলকাতার সুবর্ণ বনিক সমাজ হলে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির আয়োজিত হল। এতে শুধুমাত্র ক্লাব সদস্যরাই নন, তাদের পরিবারের সদস্যরাও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন। ক্লাবের এই উদ্যোগে সহায়তা করেছে নারায়ানা হাসপাতাল। তবে এধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন আগেও করেছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। মাঝে কিছুদিন বন্ধ ছিল অতিমারির সময় থেকে। কিন্তু ক্লাবের পরিচালন সমিতি সকলের কথা ভেবে আবারও স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো।
এই স্বাস্থ্য শিবিরে প্রথমে নাম নথিভুক্ত করা হয়। তারপর ওজন পর্যবেক্ষণ এবং এরপর ধাপে ধাপে শৃঙ্খলাবদ্ধ ভাবে রক্তের শর্করা দেখা , ব্ল্যাড প্রেশার মাপা , ফুসফুসের পরীক্ষা ( পিএফটি) , হাড়ের ঘনত্ব পরীক্ষা( বিডিএস), চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনে ই সি জি করানো হয়। এছাড়া ছিল নারায়ানা হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ। ক্লাবের প্রায় ২০০ সদস্য এবং তাদের পরিবার এই শিবিরের অংশ নেন। সবশেষে ক্লাবের পক্ষ থেকে ভুরিভোজের ব্যবস্থা ছিল। সকাল ১০ টা থেকে প্রায় বিকেল ৪টে অবধি এই শিবির চলে।