Health camp: বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্বের দিশা দেখাতে শিবির বনগাঁয় : দেখুন ভিডিও

0
287

রিয়া দাস দেশের সময়: কোন বিবাহিত মহিলা মা ডাক শুনতে চান না! প্রত্যেকেই চান। কিন্তু চাইলেই তো হয় না। অনেক দম্পতির ক্ষেত্রেই অধরা থেকে যায় স্বপ্ন। বছরের পর বছর পেরিয়ে গেলেও অনেক বিবাহিত মহিলা মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারেন না। তাঁদের সঠিক দিশা দেখাতেই শনিবার বনগাঁয় আয়োজন করা হয়েছিল এক বিশেষ স্বাস্থ্য শিবির।

সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা বহু নিসন্তান দম্পতি অংশ নেন। বন্ধ্যাত্ব কী এবং কীভাবে তা থেকে মুক্তি পাওয়া যায় সেসম্পর্কে দিশা দেখান বিশিষ্ট তিন গাইনোকোলজিস্ট ডাঃ সুনির্মল মিত্র, ডাঃ জি বি দত্ত এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ পেভেল মিত্র। শিবিরে ডাঃ পেভেল মিত্র বলেন, বন্ধাত্বের চিকিৎসায় সঠিক দিশা দেখানোই আমাদের মূল লক্ষ্য। দেখুন ভিডিও


কোথায় সবচেয়ে কম খরচে আইইউআই কিংবা আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের ব্যবস্থা রয়েছে, সে ব্যাপাকে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে রোগীদের।


সবচেয়ে বড় ব্যাপার, বিয়ের পর দীর্ঘদিন সন্তান হচ্ছে না মানেই যে সেই মহিলার আইভিএফ বা আইইউআইয়ের মতো চিকিৎসা দরকার, সেটা সবসময় নাও হতে পারে। দেখা যায়, বিশেষ কিছু ওষুধপত্রের দ্বারা সেই সমস্যা সারিয়ে তোলা যায়। কিন্তু এখন রোজই বিভিন্ন জায়গায় নতুন নতুন আইভিএফ সেন্টার গজিয়ে উঠছে।

সেখানে রোগীরা যাওয়া মাত্র মোটা টাকার প্যাকেজে তাঁদের আইভিএফ করাতে বলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, পরপর দু’বার আইভিএফ করিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে ফেলার পরও সন্তান আসছে না। তখন সেই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তাঁকে তখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক সমস্যা হয়।

অথচ দেখা গিয়েছে, দু’বার আইভিএফ করিয়েও যে মহিলার সন্তান আসেনি, তাঁকে সামান্য কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে গর্ভধারণ করেছেন তিনি। তাই কোন রোগীর জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দরকার আছে, আর কোন রোগীর বন্ধ্যাত্ব ওষুধপত্রের মাধ্যমেই সারিয়ে তোলা যায়, সেটা নিয়েই এদিনের শিবিরে আলোচনা করা হয়েছে।

Previous articleFood festival: স্বাদে-গন্ধে-ভিড়ে জমে উঠেছে বনগাঁর খাদ্যমেলা: দেখুন ভিডিও
Next articleShankar, the ‘uncrowned king’ of Bongaon who wanted to be Robin Hood, is in the clutches of ED

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here