Hathras Satsang Stampede উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ২৭, আহত অনেক

0
75

দেশের সময় ওয়েবডেস্কঃ খবরের শিরোনামে আবারও সেই হাথরস। ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যুমিছিল! উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মহিলা এবং তিন জন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও আশঙ্কা করা হচ্ছে। 

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরাসে। মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ২৭ জন। আহত হয়েছেন বহু পুণ্যার্থী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার আগরওয়াল সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদের মধ্যে ২৩ জন মহিলা, ৩ জন শিশু, একজন পুরুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার হাথরসের রতিভানপুরে শিব ঠাকুরের পুজো ঘিরে এক মন্দিরে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। পুজো শেষ হতেই মন্দিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হন একাধিক পুণ্যার্থী। ভিড় সরিয়ে তড়িঘড়ি করে ১৫ জনকে এটাহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। যাদের মধ্যে অধিকাংশকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার করা গিয়েছে ঘটনাস্থল থেকে। আহত হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।

https://x.com/Shubham_fd/status/1808095379453628716?t=7N007XMJHf2NAxLqo9oz2A&s=19

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিকন্দরারাউ হাসপাতালে আহতদের নিয়ে গেলেও সেখানে চিকিৎসা করার মতো পর্যাপ্ত চিকিৎসক ছিল না। হাসপাতালে এক জন চিকিৎসক ছিলেন। চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর দেড়ঘণ্টা কেটে গেলেও প্রশাসনের কোনও আধিকারিক আসেননি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

Previous articleOdisha News: গুগল ম্যাপের সাহায্য নিয়ে বিপাকে পাঁচ বন্ধু,ওড়িশার জঙ্গলে ১১ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার
Next articleBusiness বাংলাদেশে শুরু হচ্ছে তানিষ্কের কার্যক্রম, বাংলাদেশি কোম্পানির সঙ্গে টাইটানের চুক্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here