অর্পিতা বনিক, বনগাঁ: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঘোষণা করেন। এ বছর ৭৬তম স্বাধীনতা দিবসে এবার কেন্দ্রের তরফে আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় সরকারি ভবন-সহ ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আবেদন করেছেন নিজে।
মোদী ট্যুইটে লিখেছেন, “এ বছর যেমন আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি, আসুন প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করি। তেরঙ্গা উত্তোলন করুন বা ১৩ এবং ১৫ অগাস্টের মধ্যে আপনার বাড়িতে পতাকা ওড়ান। এই আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করবে।” দেখুন ভিডিও –
Today, 22nd July has a special relevance in our history. It was on this day in 1947 that our National Flag was adopted. Sharing some interesting nuggets from history including details of the committee associated with our Tricolour and the first Tricolour unfurled by Pandit Nehru. pic.twitter.com/qseNetQn4W
— Narendra Modi (@narendramodi) July 22, 2022
শুক্রবার প্রধানমন্ত্রীর ট্যুইটের পরপরই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে তিন দিনব্যাপী ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর আবেদন করেন রাজ্যবাসীর কাছে।
A symbol of courage, peace, truth & auspiciousness, our #Tiranga is every Indian’s pride. Let's come together to show off our pride by flying the National Flag in our homes from 13-15 Aug & make #HarGharTiranga our motto for life! https://t.co/0P8MFtb4JD pic.twitter.com/Q7sRwZnpyl
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 22, 2022
প্রধানমন্ত্রীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপির প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন,মূলত দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এবং ‘হর ঘর তেরঙা’-র পরিকল্পনা কেন্দ্রের ৷আগেই ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইটে লিখেছিলেন, “দেশবাসীর মধ্যে দেশপ্রেম আরও প্রবল করতে নরেন্দ্র মোদী হর ঘর তেরঙা কর্মসূচি রূপে এক অভিনব অভিযানের কথা ঘোষণা করেছেন। এবার সেই কর্মসূচি পালন করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট। তারপরই শুক্রবার ট্যুইট করে রাজ্যবাসীর কাছে একই আবেদন রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট তিন দিনব্যাপী ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর আবেদন করেন তিনি রাজ্যবাসীর কাছে। সেই মত এদিন থেকেই আমারা বনগাঁর কর্মী সমর্থকদেরকে নিয়ে ‘ঘরে ঘরে তেরঙ্গা’ লাগানোর কাজ শুরু করেছি৷
স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করতেই ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্র মনে করছে, ৭৫ বছরের স্বাধীনতায় প্রত্যেক নাগরিকের গর্বের বিষয় হল ‘আজাদি কা অমৃত মহোৎসব’।
এটার মধ্যে কেবল ভারতের গণতন্ত্রের শিকড় নির্ভর করছে না, আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের দিক থেকেও যে দেশ একটা সুদৃঢ় জায়গায় রয়েছে, তার প্রমাণ এটি। নরেন্দ্র মোদী ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ‘হর ঘর তেরঙা’ প্রচার দেশপ্রেমকে উচ্চপর্যায়ে নিয়ে যাবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বঙ্গ বিজেপি নেতৃত্বরা জানিয়েছেন, মূলত দেশবাসীর মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তারাও এই কর্মসূচি বাংলায় পালন করবে। বঙ্গ পদ্ম শিবিরের নেতারা জানাচ্ছেন, ‘কেন্দ্রের তরফে যেমনই নির্দেশ আসবে সরকারি উদ্যোগের পাশাপাশি সেই নির্দেশ মোতাবেক বাংলাতেও দলের তরফে কর্মসূচিতে অংশ নেওয়া হবে’।
প্রসঙ্গত, ‘হর ঘর তেরঙা’ কর্মসূচিতে উৎসাহ দিতে ২২ জুলাই থেকেই সমস্ত রাজ্য সরকারের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, ট্যুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জাতীয় পতাকা লাগানো উচিত বলেও সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।