Happy Saraswati Puja 2022: শুভ সরস্বতী পুজো! WhatsApp, Instagram, Facebook-এর মাধ্যমে শেয়ার করুন শুভেচ্ছা বার্তা

0
1665

দেশের সময় ওয়েবডেস্কঃ মূলত সরস্বতী পুজো থেকেই সূচনা হয় বসন্ত ঋতুর। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। এই দিনটির জন্যে বছরভর অপেক্ষা করে থাকেন সকলে। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল।

করোনাকালে অন্যান্য সব পুজোর মতো সরস্বতী পুজোর আনন্দেও কিছুটা ভাটা পড়েছে। বাড়িতেই অঞ্জলি দেবেন বেশির ভাগ শিক্ষার্থীরা। তবে শুভেচ্ছা বার্তা দেওয়ায় তো কোনও বাঁধা নেই। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনকে এবার সরস্বতী পুজোয় পাঠিয়ে দিন ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা (Wishes)। 

সরস্বতী পুজো ২০২২ -এর শুভেচ্ছা বার্তা (Saraswati Puja 2022 Wishes)

  • মাঘ আসে শীত নিয়ে, মাগো তুমি আসো বিদ্যা নিয়ে। সকলের জীবনে থাকুন বিদ্যা – বুদ্ধি -জ্ঞান! 
  • সরস্বতী বিদার দেবী, কলম নিয়ে হাতে চলি, সারা জীবন মা তুমি থেকো সঙ্গে এই প্রার্থনা করি। 
  • হলুদ-হলুদ সরষে ফুল, ওড়ে হলুদ ঘুড়ি, সরষে খেতে এখন খেলে হলুদের সারি। জীবনে সর্বদা থাকুক বসন্তের ছোঁয়া, জীবন ভরে উঠুক খুশির ছোঁয়ায়।
  • সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই! শুভ হোক সব… 
  •  বিদ্যা-জ্ঞান প্রদায়িণী জ্ঞানের বিকাশ করো, অজ্ঞানতার তিমিরতা ধরা থেকে দূর করো! ভালো কাটুক সরস্বতী পুজো! 

বীণা নিয়ে হাতে, সরস্বতী থাকুক আপনার সঙ্গে। মায়ের আশীর্বাদ থাকুক সাথে প্রতিদিন, সঙ্গে থাকুক শুভেচ্ছা এদিনের। রইল সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর শুভকামনা।  

  • জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতি দেবি নমোহস্তুতে। শুভ সরস্বতী পুজো ২০২২।
  • এই শুভ তিথিতে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আপনার ও আপনার পরিবারকে।
  •  বিদ্যা দেবী সরস্বতী তুলনা নেই মা তোমার, একটু বিদ্যা দাও যদি মা, সে বিদ্যা হবে অলঙ্কার! 
  • তোমার বীণার সুরে আনন্দ অন্তহীনতা, বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে তুমি আনন্দ দাও প্রাণে, সুখ মনে শান্তি সবই তোমার দান, ভাবের অভাব দূর করো তুমি, শুনি আনন্দের গান!
     
Previous articleMumbai Blasts: ‘মোস্ট ওয়ান্টেড’ আবু বকর ধরা পড়ল আরব আমিরশাহিতে
Next articlePetrapole Border: অচলাবস্থা কাটল পেট্রাপোলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here