Happy Eid-ul-Fitr 2024:খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কলকাতা থেকে বনগাঁ দেখুন ভিডিও

0
291

অর্পিতা বনিক দেশের সময় দেশজুড়ে উৎসবের আমেজ । এক মাস রোজা পালনের পর আজ খুশির ইদ। দেশের বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন । সকালে প্রথমে নমাজ পাঠ, তারপর নতুন জামা পরে একে অপরের বাড়ি গিয়ে ইদের শুভেচ্ছা জানানো, সেইসঙ্গে দেদার খাওয়া দাওয়া । এই দিনটা এভাবেই পালন করছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা ।

গোটা দেশের পাশাপশি বাংলাতেও চলছে ঈদ উদযাপন । বাংলার জেলায় জেলায় আজ উৎসবের আমেজ । বাদ যায়নি সীমান্ত শহর বনগাঁও। দেখুন ভিডিও

অন্যদিকে, প্রত্যেকবারের মতোই এবারও ইদের সকালে রেড রোডে নমাজে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে ইদের শুভেচ্ছা জানান ।

রাজ্য জুড়ে আজ খুশির হাওয়া। জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। রমজানশেষে খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন বনগাঁ থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান। রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর সেরেছেন কোলাকুলি, মিষ্টিমুখ।

বনগাঁর ৩নম্বর টালিখোলা এলাকার মাঠের নামাজ এ শহরের অন্যতম। প্রায় এক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদগাহ মাঠে একসঙ্গে নামাজ পড়েন এখানে।

নামাজের জন্য ভিড় জমে এদিন সকাল থেকেই । খুশির ঈদে চেনা সেই ছবি এবারেও। আট থেকে আশি– সকলেই আজ শামিল হন ঈদের নামাজপাঠে।নামাজশেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির পাশাপাশি খুশির ঈদের মুহুর্তকে মোবাইল ক্যামেরায় বন্দি করতে অনেকেই মেতে ওঠেন সেলফি তোলায়।

Previous articleRation Scamরেশন দুর্নীতিতে  ৩৫০ কোটি বিদেশে পাচার করেছেন বালু ঘনিষ্ঠ  বিশ্বজিৎ?
Next articleCharukala’s Bangacharukatha Exhibition Showcases Bengal’s Traditional Crafts আর্ট হাইভ আর্ট গ্যালারিতে চারুকলার উদ্যোগে বঙ্গচারুকথা প্রদশর্নী শুরু: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here