দেশের সময় ওয়েবডেস্কঃ কেটে গিয়েছে দীপাবলি। এসে গেল ভাইফোঁটা। দেশ জুড়ে ভাইবোনেরা প্রস্তুতি নিচ্ছেন এই অনুষ্ঠানটির জন্যে।
এদিন ঘরে ঘরে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেক বোন। ভাইফোঁটার বিশেষ তিথিতে বেশ কয়েকটি রীতি পালন করেন তাঁরা।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা ৷
এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।
ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। এই ভ্রাতৃদ্বিতীয়ার শুভ দিনে সকলকে শুভেচ্ছা পাঠান। জানুন কী মেসেজ পাঠাতে পারেন আপনি।
ভ্রাতৃদ্বিতীয়া ২০২২ – শুভেচ্ছাবার্তা :
- ভ্রাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা জানাই আপনার ও আপনার পরিবারকে।
- জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২২!
- এই ভ্রাতৃদ্বিতীয়া আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ ভাইফোঁটা সকলকে!
- ভ্রাতৃদ্বিতীয়ার এই পবিত্র দিনে, সুখে থাকুক সবাই। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!
- ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার। ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে।
- এই শুভ তিথিতে তোর কপালে দেব চন্দন -কাজলের ফোঁটা। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!
- যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভাইফোঁটা সকলকে!
- বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া!
- ভ্রাতৃদ্বিতীয়া নয়, শুধু উপহারের বিনিময়, ভ্রাতৃদ্বিতীয়া একসূত্রে বাঁধে ভালোবাসার হৃদয়।
- আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা…
- ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর… এই কামনা করে সকলকে জানাই শুভ ভ্রাতৃদ্বিতীয়া!
- শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২২! মিলেমিশে থাকুক পৃথিবীর সকল ভাই -বোন।
- এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন! ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে…
ভাইফোঁটা ২০২২ দিনক্ষণ, শুভ সময় :
- প্রতিপদ থাকছে – ২৫ অক্টোবর (৭ কার্তিক) অপঃ ৪/২৭ মিনিট থেকে ২৬ অক্টোবর (৮ কার্তিক) ঘ ৩/২৭/৪৯ পর্যন্ত।
- ভ্রাতৃ দ্বিতীয়া – ২৭ অক্টোবর (৯ কার্তিক), বৃহস্পতিবার।
- দ্বিতীয় শুরু – ২৬ অক্টোবর (৮ কার্তিক) ঘ ৩/২৭ মিনিট থেকে।
- দ্বিতীয়া শেষ – ২৭ অক্টোবর (৯ কার্তিক) ঘ ২/৪/১০ পর্যন্ত।