Hanskhali Murder: ডিভোর্সের আগেই হাঁসখালিতে স্ত্রীকে গুলি করে খুন স্বামীর!

0
754

দেশের সময় ওয়েবডেস্কঃ পরের দিনই ছিল বিবাহ বিচ্ছেদ মামলার রায়দান। তার আগের রাতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার হাঁসখালির কৈখালীর এলাকার গ্রামের বাসিন্দা ত্রিশূল বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় সুজাতার। বছর দশেকের দাম্পত্য জীবন সুজাতা ও ত্রিশূলের। তাঁদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে দু’জনের মধ্যে অশান্তি লেগে ছিল। এমনকি ডিভোর্সের কথাও চিন্তা ভাবনা করছিলেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই সুজাতা কৈখালী গ্রামে তাঁর বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎই কে বা কারা সুজাতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। তড়িঘড়ি সুজাতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

তবে এই খুনের ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধছে। উঠছে হাজারও প্রশ্ন। কে বা কারা সুজাতাকে লক্ষ্য করে গুলি চালাল? কেনই বা চালাল? ঘটনার পেছনে ত্রিশূলের মদত আছে কিনা? এইসব প্রশ্নের উত্তর মেলেনি এখনও।
তবে প্রতিবেশীদের একাংশের মতে, সুজাতার স্বামীই এমন কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সুজাতার বোন অবশ্য অভিযোগ করেছেন যে, তিনি জামাইবাবুকে গুলি চালাতে দেখেছেন। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম সুজাতা বিশ্বাস। তাঁর বয়স ২৭ বছর। কী ভাবে এই ঘটনা ঘটল, স্বামীই খুনি কি না, ওই আগ্নেয়াস্ত্রই বা কোথা থেকে এল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Previous articleWife Murdered:স্ত্রীকে মেরে কড়াইয়ের ফুটন্ত জলে সেদ্ধ করল স্বামী! সন্তানেদের সামনেই নারকীয় ঘটনা
Next articleFree Covid-19 Booster Dose: আজ থেকেই শুরু বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! রইল বিস্তারিত তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here