Habra school headmaster: টাকা দিয়েও মেলেনি পোশাক, হাবড়ায় প্রধানশিক্ষককে তালা বন্ধ করে রাখল ছাত্রছাত্রীরা

0
478

দেশের সময়, হাবড়া : শনিবার উত্তর২৪পরগনার হাবড়ায় একটি স্কুলে প্রধানশিক্ষককে তালা বন্ধ করে রেখে তুমুল বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। গুরুতর অভিযোগ প্রধানশিক্ষকের বিরুদ্ধে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য অনুযায়ী, প্রধানশিক্ষক প্রতারণা করেছেন তাঁদের সঙ্গে।

হাবড়ার এক নম্বর ব্লকের অধীনে রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক স্কুলে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রধানশিক্ষককে নিজের ঘরে তালা বন্ধ করে আটক করে ছাত্রছাত্রীরা। ঘরের বাইরে চক দিয়ে লেখা হয় প্রধান শিক্ষক চোর। দীর্ঘ কয়েক ঘণ্টা বন্দি করে রাখা হয় প্রধানশিক্ষককে। পড়ুয়াদের মধ্যে স্লোগান ওঠে, ‘প্রধানশিক্ষক দুর্নীতিবাজ!, চোর’।

জানা গেছে, বেশ কয়েক মাস আগে প্রধানশিক্ষক সেকেন্দার রবি দাস ছাত্রছাত্রীদের থেকে শারীরশিক্ষার ক্লাসের পোশাক তৈরি করার জন্য টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন। প্রধান শিক্ষকের নির্দেশ মতো নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়েও দিয়েছিলেন পড়ুয়ারা। তবে সেই টাকা দেওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও নির্দিষ্ট পোশাক হাতে পাননি পড়ুয়ারা।

কবে পাবেন শারীর শিক্ষার পোশাক সেই কথা জানতেই শনিবার প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলতে যান কয়েকজন পড়ুয়া। তবে প্রধানশিক্ষক তাঁদের সে বিষয়ে কোনও রকম সদুত্তর দিতে পারেননি। বদলে তিনি জানান যে টাকা ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হয়েছিল তা বিদ্যালয়ের উন্নতিকল্পে ব্যবহার করা হয়েছে। এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। টাকা ফেরত চেয়ে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন।

ছাত্রছাত্রীদের দাবি, প্রধানশিক্ষক নিজে টাকা নিলেও এখন সে কথা অস্বীকার করছেন। পড়ুয়াদের অনেকেই অভিযোগ তুলছেন, প্রধানশিক্ষক ব্যক্তিগত কাজে লাগিয়েছেন ছাত্রছাত্রীদের পোশাক বানানোর উদ্দেশ্যে সংগ্রহ করা অর্থ।

Previous articleDesher Samay epaper দেশের সময় ই পেপার
Next articleHealth tips পুজোর আগে শরীর ঠিক রাখতে কি করতে হবে? জানিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ জয়শ্রী বনিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here