Habra Newsজলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বুস্টিং পাম্প স্টেশনের উদ্বোধন,খুশি হাবরাবাসী

0
101
সৃজিতা শীল ,দেশের সময়

হাবরা: হাবরা পুরসভা এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। জমা জলে দুর্ভোগে পড়েন কয়েকটি ওয়ার্ডের অসংখ্য বাসিন্দা। কয়েক বছর আগে এই জমা জলে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যুও হয়। এ বার হাবরা পুরসভার উদ্যোগে ২৪ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার টাকা খরচ করে শহরের দু’টি জায়গায় তৈরি হয়েছে বুস্টিং পাম্প স্টেশন।

এর ফলে হাবরা পুরসভার পাশাপাশি অশোকনগর পুরসভাতেও জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মানুষ। শনিবার এই দুটি বুস্টিং পাম্প স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা এবং অশোকনগর পুরসভার পুর প্রধান প্রবোধ সরকার সহ প্রশাসনিক কর্তারা।

হাবরা পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, ‘বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে এই কাজটি হয়েছে। এর ফলে অতিরিক্ত বৃষ্টি হলেও শহরে জল জমবে না।’

হাবরা পুরসভা এলাকায় জল তো জমেই। পাশাপাশি অশোকনগর এবং পাশের হরিণঘাটা থেকেও জল ঢুকে পড়ে হাবরা পুর এলাকায়। এর জেরে প্রতি বর্ষায় পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে।

হাবরা পুরসভার ৭, ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডে জলযন্ত্রণা তীব্র হয়। জমা জল নিয়ে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভও ছিল। এ বার স্থায়ী ভাবে জমা জল যন্ত্রণার সমাধান করতে দু’টি বুস্টিং পাম্প স্টেশন তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা জমাজল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন পুরসভা কর্তৃপক্ষ ।

পুরসভা সূত্রে জানা গেছে, হাররা বাসিন্দাদের জল যন্ত্রণার কথা মাথায় রেখে হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে দু’টি পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল।

একটি তৈরি হয়েছে ৮ নম্বর ওয়ার্ডে। অন্যটি ১৫ নম্বর ওয়ার্ডে। এই দুই এলাকায় মাসের পর মাস ফি বছর বর্ষার জল জমে থাকে। আগে অস্থায়ী ভাবে পুরসভা পাম্প মেশিনের সাহায্যে জমা জল বের করে দিত।
এ বার স্থায়ী ভাবে জমা জল যন্ত্রণার সমাধান করতে দু’টি বুস্টিং পাম্প স্টেশন তৈরি করা হয়েছে।

হাবরা পুরসভার এক  বাসিন্দা অলোক ঘোষ বলেন, ‘বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে এই কাজটি শুরু হয়েছিল এদিন উদ্বোধন হলো । আমরা খুবই খুশি ।এর ফলে অতিরিক্ত বৃষ্টি হলেও শহরে বৃষ্টির জল জমবে না।’

Previous articleWeather update:নিম্নচাপের জেরে সাগরে বইছে ঝোড়ো হাওয়া ,সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, হাওয়া বদল কবে?
Next articleMamata’s Claim ‘Microphone was turned off’ Sparks Nationwide Stir; Nirmala Calls It a ‘Lie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here