দেশের সময় হাবড়া : হাবড়ায় অর্ধনগ্ন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার । রবিবার দুপুরে হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মাথার পিছনে রক্তের দাগ। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর পরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, জলাশয়ের পাশে ওই ব্যক্তি পড়ে ছিলেন। সবুজ রঙের একটি গেঞ্জি পরা, নিম্নাঙ্গ উন্মুক্ত ছিল। ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি এলাকার লোকজনের। ওই ব্যক্তির কী পরিচয়, কী ভাবে তিনি এখানে এসে পৌঁছলেন, মৃত্যুর কারণই বা কী তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
মনে পড়ে মাস দেড়েক আগে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাজিতপুরে। এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়েছিল। গেঞ্জি দিয়ে বাঁধা ছিল তাঁর হাত-পা, নিম্নাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। ১৫ দিন পর ওই এলাকা থেকেই উদ্ধার হয়েছিল কাটা মুণ্ড। তবে এই ঘটনার রহস্য সমাধানে নেমে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল বারাসত জেলা পুলিশের। সম্পর্কের টানাপোড়েনে এই খুন বলে তদন্তে উঠে আসে।
হাবড়া পুর এলাকার ঘটনা ঘিরেও উঠছে প্রশ্ন। এলাকার এক বাসিন্দার কথায়, এই ব্যক্তিকে এর আগে পাড়ায় কখনও দেখা যায়নি। এখানকার লোক বলে তাঁদের মনে হচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, তাঁদের পাড়ায় এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। স্বভাবতই পাড়ার মধ্যে এই ঘটনা ঘিরে চাপানউতোর তৈরি হয়েছে হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকার বাসিন্দাদের মধ্যে ।