দেশের সময় ওয়েবডেস্ক : গুজরাতে নিরঙ্কুশ জয় বিজেপির। ইতিমধ্যেই পার করল ১৫০ আসনের গণ্ডি।
গত দু’দশকের মতো এবারও গুজরাটে ফুটতে চলেছে পদ্ম। ভোট গণনার ট্রেন্ড যা বলছে তাতে মোদী ম্যাজিকে ভর দিয়ে বিজেপি সরকার গঠন এই রাজ্যে শুধুই সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই গুজরাতে বিপুল সংখ্যায় আসনে এগিয়ে গেরুয়া শিবির। গান্ধিনগর থেকে জামনগর উৎসবের মেজাজ বিজেপির দলীয় কার্যালয়ের অফিসগুলিতে।
আভাস পেয়ে নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। সূত্রের খবর গুজরাতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আগামী ১১ বা ১২ তারিখে।
১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাটে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এখনও পর্যন্ত গুজরাটে এতগুলি আসন কেউ জিততে পারেনি। এ বার সেই রেকর্ডও ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যে তারা ১৫৯ আসনে এগিয়ে।
ভোটের মুখে সেতু ভেঙে মৃত্যু হয়েছিল ১৪১ জনের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, গুজরাটের মোরবির সেতু দুর্ঘটনার প্রভাব পড়বে ভোটে। কিন্তু তাঁদের সেই ভাবনা মিলল না বাস্তবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোরবি কেন্দ্রেও এগিয়ে বিজেপি।আর গোটা রাজ্যে ১৫০-র গণ্ডি পার করে ছুটছে বিজেপির রথ।
#WATCH | Gujarat: BJP workers celebrate in Surat as the party sweeps #GujaratAssemblyPolls. As per the official EC trends, BJP has won 5 seats and is leading on 150 of the total 182 seats in the state. pic.twitter.com/OULjOcwy3H
— ANI (@ANI) December 8, 2022