Gujarat Assembly Election 2022: ভূপেন্দ্র প্যাটেল- ই মুখ্যমন্ত্রী, শপথ সোমবার, উপস্থিত থাকবেন মোদী-শাহ

0
657

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোট গণনা এখনও চলছে। তবে, গুজরাট বিধানসভা নির্বাচন ২০২২-এর ফলাফলের ছবিটা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। রেকর্ড আসন সংখ্যা নিয়ে টানা সপ্তমবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরছে বিজেপি। অনেক পিছনে পড়েছে কংগ্রেস – আপ। এখনও পর্যন্ত ১৫৭টি আসনে জিতে গিয়েছে কিংবা এগিয়ে বিজেপি। কংগ্রেসের এগিয়ে রয়েছে মাত্র ১৭টি আসনে, আর আপ এগিয়ে ৫টি আসনে। শেষ পর্যন্ত এই সংখ্যাগুলির সামান্য অদলবদল ঘটতে পারে। কিন্তু, মোটামুটি ভাবে এটাই ফলের প্রবণতা। এর মধ্যেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণও জানিয়ে দিল গেরুয়া শিবির।

গুজরাত বিধানসভ নির্বাচনে রেকর্ড আসনে জিতে গুজরাতে আবারও সরকার গড়ছে বিজেপি।

মোদী-শাহের গুজরাতে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। আগামী ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল ১২ ডিসেম্বর দুপুর ২টোয় শপথ নেবেন গুজরাটের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীএবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন গুজরাতের রাজ্য বিজেপি প্রধান সিআর পাটিল।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে আজ যেন সেমিফাইনাল। আড়াই দশকেরও বেশি সময় পরে, এখনও কি মোদি-শাহের রাজ্যে অব্যাহত গেরুয়ার দাপট। উত্তরটা অবশ্যই, হ্যাঁ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুজরাতে ১৫৭টি আসনে এগিয়ে বিজেপি। আর, এদিকে ২০-র কোটাও টপকাতে পারেনি কংগ্রেস। তুলনায়, কেজরির আম আদমি পার্টির ফল মোটের উপর ভাল। প্রথমবার গুজরাতে লড়ে ঝুলিতে ৪টে আসন ভরতে পেরেছে আপ।

নির্বাচনের আগেই অমিত শাহ জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী থাকবেন ভুপেন্দ্র প্যাটেলই। এদিন, গুজরাটের ভোটের ফলটা স্পষ্ট হয়ে উঠতেই গুজরাটের বিজেপি সভাপতি সিআর পাতিলের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। ভুপেন্দ্র প্যাটেল এবং সিআর পাতিলকে দেখা যায় দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করে জয় উদযাপন করতে। পরে, সিআর পাতিল জানান, ভুপেন্দ্র প্যাটেলই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকছেন। আগামী সোমবার, ১২ ডিসেম্বর বেলা ২টোয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভুপেন্দ্র প্যাটেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিজ কেন্দ্র আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। তিনি বলেছেন, “গুজরাট নির্বাচনের ফলাফল একেবারে স্পষ্ট। গুজরাটে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখার বিষয়ে মনস্থির করেছেন এখানকার মানুষ। আমরা মানুষের রায় মেনে নিচ্ছি। বিজেপির সমস্ত কর্মী গণ পরিষেবায় ব্রতী।”

১৯৯৫ সালের পরে বিগত ২৭ বছর ধরে গুজরাত বিধানসভায় টানা ক্ষমতায় থেকেছে পদ্ম শিবির। এবারে, তাঁদের আসন সংখ্যা ২০০২-এর রেকর্ডকেও ছাপিয়ে গেছে। ২০০২ সালে ১৮২ আসনের মধ্যে ১২৭ আসন জিতেছিল মোদি-শাহের বিজেপি। বাইশে সেই সংখ্যা ঘোরাফেরা করছে ১৬০ আসনের আশপাশে।

Previous articleGujarat Election Results 2022: গুজরাত জুড়ে উৎসবে মেতেছে বিজেপি ! ফের ফুটতে চলেছে ‘পদ্ম’! ১১,১২ তে শপথগ্রহণ : সূত্র
Next articleMamata Banerjee : এসএসকেএমে ট্রমা কেয়ার সেন্টারের ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here