

দেশের সময়:বনগাঁ পুরসভাকে ঘিরে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয়েছে জোর জল্পনা । তৃণমূলের শির্ষ নেতৃত্বের নির্দেশে পুরো প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে কি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কে ? দলের চিঠি কি গোপাল শেঠের হাতে পৌঁছেছে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরের অলিগলিতে ।

সূত্রের খবর বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয় গোপালের সঙ্গে । এরপরে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়। গোপাল শেঠের ঘনিষ্ঠ মহলের দাবি ,চিঠিতে কিছু ত্রুটি রয়েছে তাই সেটি এখনো কার্যকর হয়নি।

এ বিষয়ে গোপাল শেঠের সঙ্গে যোগাযোগ করা হলে তার প্রতিক্রিয়া, আমি কোন বিষয়েই কোন মন্তব্য করব না । দেখুন ভিডিও
যদিও এই সামান্য মন্তব্য ঘিরে জল্পনা আরও বেড়েছে । উদ্বিগ্ন হতে দেখা গেছে পুরসদস্যদেরকে I

তৃণমূল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্ব পুরপ্রশাসনে রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন । লক্ষ্য প্রতিষ্ঠান বিরোধিতা কাটানো এবং গত লোকসভা নির্বাচনে বনগাঁর তৃণমূলের পরাজয়ের ক্ষত মেরামত করা।
তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক দুর্গাপুজোর আগে বনগাঁ শহর জুড়ে সমীক্ষা চালায়। সূত্রের দাবি, তারা গোপনে পুরসদস্যদের সঙ্গে পৃথকভাবে কথা বলে রিপোর্ট জমা দেয় দলের উচ্চ নেতৃত্বের কাছে । সেই রিপোর্টের ভিত্তিতেই নাকি সিদ্ধান্ত নেওয়া হয় পুরো প্রধানের পদে পরিবর্তন আনার ।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার পাঁচটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল চারটিতে জয়ী হলেও বনগাঁ কেন্দ্রে একমাত্র ব্যতিক্রম। এখানে বিজেপি জয়ী হয়।

বনগাঁ পুরসভার ২২টি ওয়ার্ডের প্রতিটিতেই বিজেপি এগিয়েছিল এই পরিসংখ্যানই দলের অন্দরে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ।পুরো প্রধান বদল হলে পরের মুখ কে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ।




