GOLD : সোনা পাচারের চেষ্টা ব্যর্থ পেট্রাপোল সীমান্তে, ৬০ টি সোনার বিস্কুট সহ ধৃত এক পাচারকারী

0
223


দেশের সময়, পেট্রাপোল,উত্তর ২৪ পরগনা :  দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অধীন আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সোনা চোরাচালানের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করল। জওয়ানরা ৬০ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে ধরেছে।

সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সোনার বিস্কুটগুলির আনুমানিক ওজন ৬.৯৯৮ কেজি এবং মূল্য ৪,৩২,৮৬,২১৭ টাকা। ধৃত পেশায় একজন গাড়ির চালক। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া সোনার বিস্কুট কলকাতার শুল্ক দফতরের কাছে পাঠানো হয়েছে।

ডিআইজি, জনসংযোগ আধিকারিক, দক্ষিণবঙ্গ সীমান্ত জওয়ানদের এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন মাধ্যমে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে। তবে সীমান্তে যেকোনও ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ তৈরি। 

Previous articleJyotipriya Mallick Arrest: বালু- মামলার বাঁকবদল? মেরুন ডায়েরির পর নোটবুক! সেখানে কাদের নাম? ইডির দাবিতে বিপুল রহস্য
Next articleRation Distribution Case: “আমি মুক্ত, খুব শীঘ্রই ছাড়া পাবো, এটা জেনে রাখুন,” মমতাদি- অভিষেক জানেন সব’ মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here