Gobardanga: গোবরডাঙা রবীন্দ্রনাট্য সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

0
700

শ্রাবণী হালদার: গোবরডাঙা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে ৩১ জুলাই অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। উপলক্ষ ছিল সংস্থার কনিষ্ঠ সদস্য আলোকবর্তিকা ভট্টাচার্যের জন্মদিন। অনুষ্ঠানটির আয়োজন করেন রবীন্দ্রনাথ সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক নীরেশ ভৌমিক, পলাশ মন্ডল, গোবরডাঙা পৌরসভার কাউন্সিলর বাসন্তী ভৌমিক, সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনা হয় আলোকবর্তিকার কেক কাটা এবং উপস্থিত অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়ার মধ্য দিয়ে।সংস্থার ক্ষুদে সদস্যরা গোবরডাঙ্গা পৌরসভার ১ নম্বর কলোনির রাস্তার দুপাশে প্রচুর ঝাউ গাছ রোপন করেন।

পথ চলতি শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের চারা গাছ। যার মধ্যে অর্জুন, মেহগনি, আকাশমনি,পেয়ারা, জবা, টগর, ঝাউ প্রভৃতি। গাছগুলি বিনামূল্যে বিতরণ করে সংস্থার নাট্যকর্মীরা। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ ও বিতরণের সাথে অযথা বৃক্ষ ছেদন বন্ধ করা।

Previous articleEast Bengal Day: ইস্টবেঙ্গল দিবসে ম্যান অব দ্য ম্যাচ ইনভেস্টরই!’ভারত গৌরব’ সম্মান পেলেন লিয়েন্ডার, ঝুলন
Next articleHealth Tips : পাট পাতা থেকে চা তৈরি হচ্ছে বাংলাদেশে, রোগমুক্তিতে জবাব নেই জবাফুলের চায়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here