Girls Fight:‌ প্রেমিক তুমি কার?‌প্রকাশ্য রাস্তায় বচসায় জড়াল দুই তরুণী

0
671

দেশের সময় ওয়েডেস্কঃ বাসস্ট্যান্ডে প্রকাশ্যে প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার মারামারি!‌ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পৈঠান জেলায়।

ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন সকালে বাসস্ট্যান্ডে প্রেমিকের সঙ্গে হাজির হয় ১৭ বছরের এক কিশোরী। এই খবর কানে আসা মাত্রই আরও এক তরুণী সেখানে হাজির হয়। এরপরই দুই তরুণীর মধ্যে রীতিমতো তর্ক ও হাতাহাতি শুরু হয়ে যায়।

পরিস্থিতি বেগতিক বুঝে কোনওমতে সেখান থেকে পালায় প্রেমিক বেচারা।  এই দৃশ্য দেখে বাসস্ট্যান্ডে রীতিমতো লোক জমা হয়ে যায়। দুই তরুণীর দাবি, ওই যুবক তাঁর প্রেমিক। ঘটনাস্থলে আসে পুলিশ। দুই তরুণীকে থানায় কাউন্সেলিংয়ের পর ছেড়ে দেওয়া হয়। 

Previous articleJustice UU Lalit: ভারতের প্রধান বিচারপতি হলেন উদয় উমেশ ললিত
Next articleSSC Scam :রং মিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক!বিপুল সম্পত্তিতেও রহস্য প্রসন্নর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here