দেশের সময় ওয়েডেস্কঃ বাসস্ট্যান্ডে প্রকাশ্যে প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার মারামারি! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পৈঠান জেলায়।
ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন সকালে বাসস্ট্যান্ডে প্রেমিকের সঙ্গে হাজির হয় ১৭ বছরের এক কিশোরী। এই খবর কানে আসা মাত্রই আরও এক তরুণী সেখানে হাজির হয়। এরপরই দুই তরুণীর মধ্যে রীতিমতো তর্ক ও হাতাহাতি শুরু হয়ে যায়।
পরিস্থিতি বেগতিক বুঝে কোনওমতে সেখান থেকে পালায় প্রেমিক বেচারা। এই দৃশ্য দেখে বাসস্ট্যান্ডে রীতিমতো লোক জমা হয়ে যায়। দুই তরুণীর দাবি, ওই যুবক তাঁর প্রেমিক। ঘটনাস্থলে আসে পুলিশ। দুই তরুণীকে থানায় কাউন্সেলিংয়ের পর ছেড়ে দেওয়া হয়।