Ganesh Haloi আবহমান চিত্র – ভাস্কর্য ও ফটোগ্রাফী প্রদর্শনীর উদ্বোধনে এসে একান্ত সাক্ষাৎকারে কি বললেন শিল্পী গণেশ হালুই: দেখুন ভিডিও

0
362
সৃজিতা শীল কলকাতা

রঙের ওপর রং চাপিয়ে আঁকা হয়েছে ছবিগুলো। বর্ণের বৈভবে চিত্রিত হয়েছে প্রতিটি চিত্রকর্ম। লাল-নীল কিম্বা সবুজ-হলদুসহ বিবিধ রঙের সমারোহ ঘটেছে ক্যানভাসে।অজস্র রঙের স্ফুরণে উদ্ভাসিত হয়েছে বিভিন্ন বিষয় ।

শিল্পরসিকের মননে ভাবনার বীজ বুনে দেওয়া নিরীক্ষাধর্মী ছবিগুলো এঁকেছেন দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস এন্ড ড্রাফটসম্যানশিপ – এর ছাত্র – ছাত্রীরা । সে সব চিত্র কর্ম নিয়ে ১৫ এপ্রিল থেকে আবহমান  বাৎসরিক চিত্র প্রদর্শনী শুরু হল । প্রদর্শনীর উদ্বোধন করেন প্রক্ষাত চিএ শিল্পী গণেশ হালুই । বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিমোহন বাগলী ।প্রদর্শনীটি চলবে ২০ এপ্রিল পর্যন্ত । দেখুন ভিডিও

শতাব্দী প্রাচীন এই কলেজটি ১৮৯৩ সালে স্থাপন করেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার মন্মথনাথ চক্রবর্তী ।
চিত্রকর্মের পাশাপাশি এই প্রদর্শনীতে প্রদর্ষিত হয়েছে ফলিত শিল্প, ভাস্কর্য, গ্রাফিক্স (প্রিন্ট মেকিং), ও ফটোগ্রাফি যা সকলের নজর কেড়েছে ।

Previous articleMamata Banerjee in Cooch Behar’চপারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে…’, আয়কর হানা নিয়ে মুখ খুললেন মমতা
Next articleBasanti Puja : চৈত্র শেষে মছলন্দপুরের বসু বাড়ির  বাসন্তী পুজোয় মাতল স্থানীয় বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here