Ganesh Chaturthi 2022 : ‘ঝুঁকেগা নাহি’, পুষ্পার আদলে গণপতি বাপ্পা! বাড়ির কোথায় গনেশ প্রতিমা প্রতিষ্ঠা করা শুভ?

0
802

দেশের সময় ওয়েবডেস্কঃ গতবছর ডিসেম্বরে ছবি মুক্তির পর থেকেই পুষ্পাজ্বরে ভুগছিল গোটা ভারত। তবে ছবির ক্রেজ এখনও এতটুকু কমেনি, তা প্রমাণ হয়ে গেল গণেশ চতুর্থীর ঠিক আগে।

তেলেগু তারকা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ধরা পড়েছিল। মারকাটারি সংলাপ, অ্যাকশন, গল্প- সবমিলিয়ে পুষ্পারাজুর মতোই থুতনির তলায় হাত দিয়ে একইরকম ভঙ্গিতে দেখা গেল গণপতি বাপ্পাকে।

মহারাষ্ট্র-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে গণপতি পুজো হয় । সেখানে বিশাল ধুমধাম করে পালিত হয় এই উৎসব। কচিকাঁচা থেকে বুড়োবুড়ি, সকলে মেতে ওঠে আনন্দে। সদ্যই চালু হয়েছে নানারকম থিমের পুজোও। তেমনই আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি গণেশের মূর্তি, যা সম্পূর্ণ পুষ্পার আদলেই তৈরি। ব্যাকব্রাশ করা কোঁকড়ানো চুল, থুতনির তলা দিয়ে হাত ঘোরানোর ভঙ্গিমা সবই মিলে গিয়েছে। তফাৎ শুধু একটাই- গণপতির শুঁড়ে।

এর আগে গণেশ পুজোয় বেশ কয়েকবার কোনও নেতা বা বীরযোদ্ধার আদলে গণপতির মূর্তি তৈরি হয়েছিল। যা দর্শকদের বেশ নজর কেড়েছিল। তবে দক্ষিণী ছবির এই সুপারস্টারের আদলে গণেশের মূর্তি তৈরি প্রথমবার। যেই ঘটনা আল্লু অর্জুনের উন্মাদনা এবং স্টারডমের একটি নিখুঁত উদাহরণ বলেই দাবি করছেন তাঁর ভক্তরা। তবে এই মূর্তিটি কোথায় তৈরি হয়েছে, তা এখনও জানা যায়নি।

যদিও নেটিজেনদের একাংশ এই ঘটনাকে সামাজিক অবক্ষয় হিসাবেই দেখছেন। তাঁদের দাবি, ‘পুষ্পা দ্য রাইজ ছবিতে পুষ্পাকে একজন চোরাচালানকারী হিসাবে দেখানো হয়েছে। সে আবার বিড়িও খায়, বিভিন্নরকম নেশাও করে। তাঁর আদলে গণেশ মূর্তি তৈরি করে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে।’ ওই মণ্ডপের পুজোও বয়কটের ডাক দিয়েছেন অনেকে।

আগামীকাল  গণেশ চতুর্থী।  আপনার বাড়িতে ভগবান গণেশের মূর্তি স্থাপন করে সুখ এবং সম্পদকে আমন্ত্রণ জানান । সব ভারতীয়রাই গণপতি ঈশ্বরকে অত্যন্ত শুভ বলে মানেন। সিদ্ধিদাতা সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের ঈশ্বর। যে কোনও  দেবতার আগে পূজিত হন গণপতি বাপ্পা ! তাঁকে প্রণাম জানিয়ে ভারতীয়রা যে কোনও অনুষ্ঠানের সূচনা করে।

ভগবান গণেশের মূর্তির সঠিক স্থাপনা স্বাস্থ্য এবং সম্পদ, এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। আপনার পরিবারে কোনও কাজে বাধা আসছে বারবার ? সেগুলি দূর করেন গণপতি, বিশ্বাস এমনটাই। 

আপনার বাড়িতে গণেশ প্রতিমা স্থাপনের সময়  কয়েকটি বিষয় মনে রাখতে হবে-

উত্তর-পূর্ব

উত্তর বা পশ্চিম দিকে ভগবান গণেশের মূর্তি স্থাপন করলে, আপনার বাড়িতে ইতিবাচক বার্তা আসবে। আপনার বাড়িতে প্রবেশ করা নেতিবাচক শক্তিকে আটকাবেন সিদ্ধিদাতা।  বসার ঘরে প্রতিমা স্থাপন করতে পারেন। লিভিং রুমে একটি মূর্তি স্থাপন করলে, এটি বাড়িতে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে।

সবচেয়ে শুভ স্থান আপনার পড়ার টেবিলে স্থাপন করতে পারেন গণপতি।  তিনি বুদ্ধিমত্তার ঈশ্বর এবং আপনাকে আরও মনযোগী করবে এই পুজো।

তবে কখনই তার মূর্তি শৌচাগার বা বাথরুমের কাছে রাখবেন না। মূর্তি দক্ষিণ দিকে রাখা বাঞ্ছনীয় নয়। এই স্থান যেখানে বাস্তু অনুসারে ঠিক নয়।

বাড়িতে এমন কিছু জায়গা আছে, যা খুব ইতিবাচক বলে মনে করা হয় না । বাথরুমের মতো জায়গা, সিঁড়ির নিচে, স্টোররুম, গ্যারেজ বা অন্য কোনও অন্ধকার জায়গা যেখানে সঠিক যত্ন এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা হয় না , সেখানে পুজো করবেন না। কেমন মূর্তি শুভ

কেমন মূর্তি শুভ

বাস্তু বিশেষজ্ঞদের মতে, একটি বসা গণেশ মূর্তি আপনার বাড়িতে রাখার জন্য একটি ভাল।  এটি  পরিবারের মানুষের মধ্যে সুন্দর মেলবন্ধন নিয়ে আসবে। 

হেলান দেওয়া গণেশকে বাড়িতে রাখার জন্যও খুব শুভ বলে মনে করা হয়।

কটি মূর্তি রাখা আদর্শ?
এটি আমাদের সকলেরই  প্রশ্ন । বাস্তু বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে আপনার বাড়ির জন্য একটি মূর্তিই যথেষ্ট। যাইহোক, ভগবান গণেশের অনেক মূর্তি স্থাপন করা ঋদ্ধি এবং সিদ্ধির ভারসাম্যকে প্রভাবিত করবে এবং বাড়িতে একটি প্রতিকূল পরিবেশ তৈরি করতে পারে।

আপনি যদি আপনার বাড়িতে সম্প্রীতি এবং সম্পদ চান তবে গণেশের একটি সাদা মূর্তি সঠিক দিকে রাখুন।

কখনও দক্ষিণ দিকে মুখ করবেন না।

সর্বদা গণেশ প্রতিমা ও ইঁদুরকে তাঁর প্রিয় মিষ্টি মোদক নিবেদন করা উচিত। 

https://www.instagram.com/p/Ch4c9n_vqcx/?igshid=YmMyMTA2M2Y=

Previous articleGanesh Chaturthi : এবার রাম চরণের আদলে তৈরি হল একাধিক গণেশ মূর্তি,সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ছে হুহু করে
Next articleGanesh Puja 2022:সকলের মঙ্গল ও ব্যবসার প্রসার বৃদ্ধির কামনায় গণেশ পুজো বনগাঁয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here