MAGAZINEFESTIVALKOLKATANEWSPUJA SPECIALWEST BENGAL Ganesh Chaturthi 2022: গণেশ চতুর্থীতে মহা সমারোহে পুজো কলকাতাতেও: দেখুন ধ্রুব হালদারের তোলা গণপতি বাপ্পার ছবি By deshersamay - August 31, 2022 0 918 গণপতি বাপ্পা সি আই টি পার্ক বড়বাজার। দেশের সময়, কলকাতা: আজ গণেশ চতুর্থী। ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণপতির আরাধনা। গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরের উন্মাদনার ঢেউ এখন গঙ্গাপাড়ের কলকাতাতেও। বেনেপুকূর রোডে ধুমধামের সঙ্গে হচ্ছে গণেশের পুজো। লিব্বুতলা বড়বাজার ৷ বাশতলা কী মহারাজ বড়বাজার ৷ উত্তর কলকাতার একটি মন্ডপে গণপতি বাপ্পা ৷ উত্তর কলকাতার একটি মন্ডপে পুণ্যার্থীদের ভিড়। ছবিগুলি তুলেছেন – ধ্রুব হালদার৷