দেশের সময় ওয়েবডেস্কঃ গণেশ চতুর্থীর উৎসবের আমেজ গোটা দেশে। করোনাভীতি কাটিয়ে দুই বছর পরে গোটা দেশে ধুমধাম করে পালিত হয়েছে গণেশ চতুর্থী। উৎসবে আনন্দে মাতোয়ারা গোটা দেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বা এই আনন্দ থেকে বাদ যাবেন কীভাবে।
বুধবারই কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়ালের বাড়ির গণেশ পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি পুজোর আরতিও করেন।
জানা গিয়েছে, বুধবার বিকেলে আচমকাই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও আগে থেকেই তিনি আমন্ত্রিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল ও তাঁর স্ত্রী। প্রতিমা দর্শনের পর প্রধানমন্ত্রীকে আরতি করার জন্যও অনুরোধ করা হয়। সেই অনুরোধ রেখেই তিনি আরতিও করেন।
गणपति बप्पा मोरया ! pic.twitter.com/yomA8a6zvM
— Piyush Goyal (@PiyushGoyal) August 31, 2022
বুধবার, গণেশ চতুর্থীর সকালেই দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি সংস্কৃতে একটি শ্লোক লেখেন এবং বলেন, “গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা সকলকে। ভগবান শ্রী গণেশ যেন সকলের উপরে আশীর্বাদ বজায় রাখেন।”
On the auspicious occasion of Ganesh Chaturthi, went to the programme at my colleague @PiyushGoyal Ji’s residence.
— Narendra Modi (@narendramodi) August 31, 2022
May the blessings of Bhagwan Shri Ganesh always remain upon us. pic.twitter.com/mKfsfcY23H
এরপর বুধবার রাতেই প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানান, গণেশ চতুর্থী উপলক্ষে তিনি কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়ালের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে তিনি দুটি ছবিও পোস্ট করেন। একটি ছবিতে তাঁকে প্রণাম করতে এবং অপর ছবিটিতে তাঁকে আরতি করতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে আমার সহকর্মী পিযূষ গোয়েলজীর বাড়িতে গিয়েছিলাম। ভগবান শ্রী গণেশ যেন সবসময় আমাদের উপরে আশীর্বাদ বজায় রাখেন।”
শুধু প্রধানমন্ত্রীই নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা বার্তা জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, “সকল দেশবাসীকে গণেশ চতুর্থীর আন্তরিক অভিনন্দন। মঙ্গলমূর্তি গণেশ হলেন জ্ঞান, সাফল্য ও সৌভাগ্যের প্রতীক। আমি প্রার্থনা করি শ্রী গণেশের আশীর্বাদে সকলের জীবনে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক।”
गणेश चतुर्थी पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं।
— President of India (@rashtrapatibhvn) August 31, 2022
विघ्नहर्ता और मंगलमूर्ति भगवान गणेश ज्ञान, सिद्धि और सौभाग्य के प्रतीक हैं। मेरी कामना है कि श्री गणेश के आशीर्वाद से सभी के जीवन में सुख,शांति और समृद्धि का संचार हो।