দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে ইতিমধ্যেই গণেশ পুজোর শেষলগ্নের প্রস্তুতি চলছে জোরকদমে। আলোর সাজে সেজে উঠেছে মুম্বইয়ের অলিগলি।
পাশাপাশি কয়েকটি বিখ্যাত ক্লাবের পুজো ঘিরেও সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। তবে চলতি বছরে গণেশ পুজোয় ফিল্মি ছোঁয়াও লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেমন গণেশ মূর্তির ছবি। তবে কোথাকার মূর্তি তা এখনও জানা যায়নি।
দক্ষিণী অভিনেতা রাম চরণের আদলে এবার একাধিক গণেশ মূর্তি তৈরি হয়েছে। সেই সব নিঁখুত মূর্তি, বলাই বাহুল্য, তাক লাগিয়ে দিয়েছে সকলকে। পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে রাম চরণের একাধিক জনপ্রিয় দৃশ্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে কয়েকটি গণেশ মূর্তি।
ছ’মাস আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘আরআরআর’। বিশ্বজুড়ে ১০০০ কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। শুধু বক্স অফিসে ঝড় তুলেছে, তাইই নয়। রাম চরণ, জুনিয়র এনটিআরের অভিনয়ও মুগ্ধ করেছে সকলকে। ছবি মুক্তির পর এতগুলো মাস কেটে যাওয়ার পরেও সিনেমা ঘিরে যে র্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে, তা এবার ফুটে উঠেছে গণেশ পুজোয়।
তবে এই প্রথম নয়। রাজামৌলির আগের ছবি ‘বাহুবলী’র ছোঁয়াও গণেশ পুজোয় দেখা গিয়েছিল। অভিনেতা প্রভাসের আদলে সেবার মহারাষ্ট্রে একাধিক গণেশ মূর্তি দেখা গিয়েছিল।