পিয়ালী মুখার্জী , ব্যারাকপুর: পরাধীনতার গ্লানি মুছে ভারত স্বাধীনতা লাভ করেছে। প্রায় ২০০ বছরের ব্রিটিশ অত্যাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে। ৭৫ তম বছরের স্বাধীনতা দিবস পালন করছে দেশ। সেই আনন্দে গা ভাসাচ্ছে ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় ৷ তিনদিনের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেখানে।
উল্লেখ্য, ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত ব্যারাকপুরের এই সংগ্রহালয়ে স্বাধীনতা সম্পর্কিত দুষ্প্রাপ্য ছবি ও তথ্যসমৃদ্ধ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর দুটি বিষয়ের একটি হল ‘স্বাধীনতার পথে ভারত’, অপরটি হল ‘অগ্নিযুগের বঙ্গ বীরঙ্গনাদের বীরগাথা’।
‘স্বাধীনতার পথে ভারত’ এই বিষয়ের মধ্যে পরাধীন ভারতের আন্দোলন একটি রূপরেখা প্রকাশ ছবি ও লেখার মাধ্যমে প্রকাশ করা হবে। দ্বিতীয় বিষয়ে থাকছে স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে। সেই বিষয়টি তুলে ধরা হবে এই প্রদর্শনীতে।
এছাড়াও ১৫ অগস্ট দুপুর ১টায় এই সংগ্রহালয়ের আয়োজন করা হবে স্বাধীনতাকেন্দ্রিক একটি বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই ব্যারাকপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের বহু ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে নিজেদের নাম নথিভুক্ত করেছে। প্রতিযোগিতাটি দুটি বিভাগে সম্পন্ন করা হবে। ৭ বছর থেকে অনূর্ধ্ব ১২ বছর বয়স পর্যন্ত বিভাগটির বিষয়বস্তু ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ এবং ১২ বছরের উর্দ্ধ থেকে অনূর্ধ্ব ১৭ বছর বয়সের বিভাগটির বিষয় ‘আমার স্বপ্নের ভারত’। এছাড়াও এইদিনে থাকছে আরও নানান অনুষ্ঠান হ্যান্ড শ্যাডোগ্রাফি ও পাপেট শো।