দেশের সময় ওয়েবডেস্কঃ মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকী আজ।
গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুস্পাঞ্জলি প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। টুইটেও জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, এ দিন দুপুরেই আবার গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।
এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির রাজঘাটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে পুস্পাঞ্জলি দেন তিনি। মহাত্মা গান্ধীর সমাধিতে প্রণামও করেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।
#WATCH | Delhi: PM Narendra Modi pays tribute to Mahatma Gandhi at Rajghat on the occasion of #GandhiJayanti pic.twitter.com/snfVr7x8bx
— ANI (@ANI) October 2, 2023
অন্যদিকে, সকালেই প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেল (টুইটারের নতুন নাম) থেকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর। সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনায় অনুপ্রাণিত করেছেন উনি। ওনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। ওনার চিন্তাভাবনা যেন আমাদের যুব প্রজন্মকে একতা ও সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত করে।”
I bow to Mahatma Gandhi on the special occasion of Gandhi Jayanti. His timeless teachings continue to illuminate our path. Mahatma Gandhi's impact is global, motivating the entire humankind to further the spirit of unity and compassion. May we always work towards fulfilling his…
— Narendra Modi (@narendramodi) October 2, 2023
অন্যদিকে, আজ দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও মন্ত্রীরা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ জানাতে যাবেন। এরপরে তাঁরা নতুন সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের দাবিতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের।
মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যদিও সেই কর্মসূচি কী হবে , তা এখনও ঠিক হয়নি। আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে আলোচনায় বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আরও কয়েকজন নেতারা।