Gandhi Jayanti : রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এর বনগাঁ শাখায় গান্ধীজির জন্মদিন উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপিত হল

0
427

অঙ্কিতা বনিক, বনগাঁ : ২অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মদিন। 2007 সালের 15 জুন জাতি সঙ্ঘের সাধারণ পরিষদ ঘোষনা করেন যে, 2 রা অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে পালিত হবে। কারণ তিনি ছিলেন একজন অহিংস মুক্তিযোদ্ধা।

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বনগাঁ শাখায় গত ১ অক্টোবর ও ২ অক্টোবর,দুই দিন ব্যাপী নরনারায়ন সেবা ও গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান সূচীত হয়।এই অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থাপনায় ছিলেন ব্যারাকপুর ‘আমরা বড় মহারাজের ছেলেরা’ একটি প্রাক্তনী সংস্থ।দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিনে ছিল সমস্ত দুঃস্থ ব্যক্তি দের জন্য ফ্রি হেল্থ ক্যাম্পের ব্যাবস্থা এবং সেই সঙ্গে ছিল নরনারায়ন সেবার ব্যাবস্থা। দেখুন ভিডিও

এদিন সন্ধে বেলায় অনুষ্ঠিত হয় ভবা পাগলা বাউল সম্প্রদায়ের বাউল সঙ্গীত ৷ অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ ২ অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে তার মূর্তিতে মাল্য দানের মাধ্যমে সূচনা ঘটে অনুষ্ঠানের। এই দিন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বনগাঁ শাখার স্কুল শ্রী রামকৃষ্ণ অ্যাকাডেমির পক্ষ থেকে ছাত্র- ছাত্রী এবং শিক্ষিকারা মিলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ৷

Previous articleWeather Update: আর কত দিন পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল? আবহাওয়ার আপডেট জানুন
Next articleMiracle : এক মিনিটের জন্য ‘মৃত্যু’প্রসূতির! কন্যাসন্তানের জন্ম দিয়ে ফের নাড়ির স্পন্দন ফিরল মায়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here