দেশের সময় ওয়েবডেস্কঃ গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায়। মা, বাবা, কেউই বাড়ি ছিলেন সেই সুযোগে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে আগুন ধরিয়ে দেয় সে।
জানা গেছে, মৃত ছাত্রীর নাম দীপিকা রায়। কলকাতার এক স্কুলে নবম শ্রেণিতে পড়ত সে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে গাইঘাটা থানার বণিক পাড়া এলাকায়। ওই এলাকায় বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকত ওই নাবালিকা।
স্থানীয় সূত্রে খবর, সোমবার স্কুল যায়নি দীপিকা। বাড়িতে ভাইয়ের সঙ্গে ছিল সে। সকালেই কর্মসূত্রে কলকাতায় আসেন দীপিকার বাবা-মা। ফুলের ব্যবসা করেন তাঁরা। সেই সুযোগে নিজের ঘরে গায়ে আগুন দেয় সে। নাবালিকার ভাইয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।
প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে দীপিকা। সেই দেখে ওই নাবালিকার বাবা-মা ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে খবর, দীপিকা পড়াশুনায় খুবই ভাল ছিল। তবে এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। সেবার পরিবারের বাধায় সফল হতে না পারলেও এবার ফাঁকা বাড়ি পেয়ে আত্মহত্যা করে। কিন্তু ঠিক কী কারণে দীপিকা এই পথ বেঁচে নিল, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি পরিবারের লোকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।