দেশের সময় গোবরডাঙা রবীনাথের গান আমাদের দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তে ছড়িয়ে রয়েছে ৷ রবীন্দ্রনাথ বৈশাখ মাসে জন্মেছিলেন বলে এই মাসে যে কোন দিনে অনুষ্ঠান পালন করা যায়৷ এই ভাবনা নিয়ে -‘কবি প্রণাম ‘ অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা রবীন্দ্র নাট্য সংস্থা ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের গান ,নাচ, কবিতা পাঠে ও বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শনিবার বার বিকালে গোবরডাঙা গড়পাড়া বিধান স্মৃতি সংঘের ময়দানে গোবরডাঙা রবীন্দ্র নাট্য সংস্থা স্মরণ করলেন বিশ্বকবি কে ৷

এদিনের অনুষ্ঠানে এসেছিলেন রবীন্দ্র সংগীত প্রিয় স্থানীয় বাসিন্দা তিতির্ষা পাল ৷ তাঁর কথায় জীবনের খারাপ সময়ে আশা, আর ভালবাসা ছাড়তে নেই, শিখিয়েছে রবীন্দ্রনাথের গান৷ রবীন্দ্রনাথ আমাদের মহর্ষি। আমাদের অস্তিত্ব। আমাদের সাহিত্য। আমাদের কল্পনার কেন্দ্রবিন্দু। আমাদের ভাষা।

আরও এক স্থানীয় বাসিন্দা তিয়াশা সাহা বলেন, আমাদের জীবনে যখনই অন্ধকার নেমে আসে, রবীন্দ্রনাথ তাঁর চেতনায় আমাদের অন্তরের আঁধার দূর করেন। জ্বেলে দেন প্রদীপ। 

রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য কথায়, আমাদের সবার জীবনে ছোটবেলা থেকেই গানে কবিতায় নৃত্যনাট্যে বন্ধু হিসেবে, গুরুদেব হিসেবে রবীন্দ্রনাথ আমাদের সকলের সঙ্গে থেকেছেন এবং এখনও রয়েছেন। বাঙালি বলেই আমরা এই সৌভাগ্যের অধিকারী। দেখুন ভিডিও:

গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শংকর দত্ত বলেন, কবিগুরুর সব গান কবিতাই যেন মানবজীবনের বড় সম্পদ! জীবনে বেঁচে থাকতে থাকতে যখনই আমরা কোনও বাঁকে এসে দাঁড়াই, তখনই যেন তাঁর গান গুলো এসে, আমাদের ফেলে-আসা জীবনের ভালবাসাকে, সৌন্দর্যকে আমাদের মনের মধ্যে এনে দেয়।

এবং পরবর্তী পথে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। জীবন যে কত বড় সম্পদ, জীবনের কোনও ক্ষেত্রেই যে আমাদের আশা ছাড়তে নেই, ভালবাসা ছাড়তে নেই, পুনর্মিলনের অপেক্ষা ছাড়তে নেই, সে কথাই যেন বলে দেয় রবীন্দ্র সংগীত। গোবরডাঙা রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে ‘ কবি প্রণাম ‘ অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের রংতুলিতে ফুঁটে উঠেছে ররীন্দ্রনাথের প্রতীকী ছবি যা দেখে সকলেই মুগ্ধ ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here