First Flight from Deoghar to Kolkata : মঙ্গলবার চালু হচ্ছে দেওঘর – কলকাতা প্রথম বিমান পরিষেবা

0
623

দেশের সময় ওয়েবডেস্কঃ শ্রাবণী মেলার আগেই ৷ দেওঘর থেকে কলকাতা পর্যন্ত প্রথম বিমান চালু হচ্ছে মঙ্গলবার। দেওঘর বিমানবন্দর থেকে এই নতুন বিমান পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর একটা বেজে ১৫ মিনিটে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

ঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় সড়ক পথের দূরত্ব সাড়ে ৭ ঘণ্টারও বেশি। এই বিমান পরিষেবা চালু হওয়ায় মাত্র ৭৫ মিনিটেই দেওঘর থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ২৫ মে ২০১৮-এ ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি রাঁচির পরে ঝাড়খণ্ডের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৪ সালের আগে, ভারতে ৭৪টি বিমানবন্দর ছিল কিন্তু ৭ বছরে, ৬৬টি নতুন বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছে৷

তথ্য অনুযায়ী,  ৬৫৪ একর জমিতে তৈরি দেওঘর এয়ারপোর্ট ঝাড়খণ্ডের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু প্রথম দফায় এখান থেকে অভ্যন্তরীন পরিষেবাই চালু করা হবে। দেওঘর বিমানবন্দর বাবা বৈদ্যনাথ বিমানবন্দর নামেও পরিচিত৷ বিমানবন্দরটি প্রাথমিকভাবে ঝাড়খণ্ডের উত্তর-পূর্ব অংশ এবং দক্ষিণ-পূর্ব বিহারের কিছু জেলায় পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। 

Previous articleBhagwani Devi: ওয়র্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্সে জোড়া পদক ৯৪ বছরের ভগওয়ানি দেবীর!
Next articleMamata Banerjee: আজ উত্তরবঙ্গে দুই হেভিওয়েটের সভা,মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথ জিটিএ-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here