Firhad Hakim আন্দোলনের নামে দুর্গাপুজোর পোস্টার-ফ্লেক্স ছিঁড়ল বিজেপি ! অভিযোগ ফিরহাদের: দেখুন ভিডিও

0
159

দেশের সময় , কলকাতা: শহরজুড়ে অসংখ‌্য দুর্গাপুজোর পোস্টার-ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে বিজেপি! মঙ্গলবারের নবান্ন অভিযানের পর গুরুতর এই অভিযোগ আনলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি আর জি কর মেডিক‌্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান ছিল ‘ছাত্র সমাজের’। যদিও মেয়র ফিরহাদ হাকিমের দাবি, এই মিছিলে কোনও ছাত্র ছিল না। তাঁর বক্তব‌্য, ‘‘গুণ্ডাদের মিছিল ছিল।’’

দেখুন ভিডিও

সরাসরি বিরোধী দলের দিকে আঙুল তুলে তিনি বলেছেন, বিজেপি টাকা দিয়ে গুণ্ডাদের ঢুকিয়েছিল মিছিলে। যাঁরা পুলিশ পিটিয়েছে। এদিন কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল যায় নবান্নের পথে। অন‌্যটি রওনা দেয় সাঁতরাগাছি থেকে। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের বাইক। বিকেলে কলকাতা পুরসভায় সাংবাদিক সম্মেলন করে পুরসভায় তৃণমূলের পরিষদীয় দল। যেখানে মেয়র ছাড়াও হাজির ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

ফিরহাদের অভিযোগ, শহরজুড়ে দুর্গাপুজোর একাধিক পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। তাঁর বক্তব‌্য, ‘‘এই বিজেপি বলেছিল বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। আজকে তারা শহর কলকাতায় শয়ে শয়ে দুর্গাপুজোর ফ্লেক্স-পোস্টার ছিঁড়ে দিয়েছে।’’ কেন হল এমনটা? ফিরহাদের কথায়, ‘‘বিজেপির গুণ্ডারা অশিক্ষিত। তাদের কোনও অক্ষরজ্ঞান নেই। কীসের পোস্টার ছিঁড়ছে তারা জানেই না।’’

Previous articleNabanna Abhijan for R G kar protestবিজেপির লালবাজার অভিযান, কাঁদানে গ্যাসে অসুস্থ সুকান্ত মজুমদার
Next articleCPM on BJP’s Bangla Bandh তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ডাকা বাংলা বন্‌ধ নিয়ে কি বললেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here