Firhad Hakim: শহরের ফ্ল্যাটবাড়িতে নকশা অনুযায়ী বাথরুম না থাকলে ভেঙে দিতে পারে পুরসভা, ঘোষণা করলেন মেয়র

0
460

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা শহরের ফ্ল্যাটবাড়িগুলির বাথরুম নিয়ে এবার বড় ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পুরসভায় এই বাথরুম নিয়ে রোজই কমবেশি অভিযোগ জমা পড়ে। যা মেয়রের কানেও পৌঁছেছে। এবার সেই নিয়েই ফ্ল্যাট মালিকদের কড়া সতর্কবার্তা শুনিয়ে রাখলেন তিনি। জানিয়ে দিলেন উপরতলার ফ্ল্যাটের বাথরুমের জন্য যদি নীচের তলায় বাসিন্দাদের সমস্যা হয়, তাহলে আইন মেনে সেই বাথরুম ভেঙে দেবে কলকাতা পুরসভা ৷

উপরতলার বাথরুম থেকে চুঁইয়ে চুঁইয়ে জল পড়ার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসে। অনেকেই গাফিলতি দেখিয়ে সেটা আর ঠিক করেন না। ফলত নীচের তলায় বাসিন্দাদের বেশ সমস্যায় পড়তে হয়। এবার সেই নিয়েই বড় ঘোষণা করলেন ফিরহাদ হাকিম।

এদিন পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়েই কথা বলেন শহরের মেয়র। ফিরহাদ জানান, এই অভিযোগ দীর্ঘদিন ধরে আসছে। ফ্ল্যাটে নিজেদের মধ্যে ঝামেলার জন্য অনেকেই গাফিলতি দেখিয়ে সেগুলো ঠিক করেন না। তাই নিয়ম করা হচ্ছে যে বাথরুমের উপরেই বাথরুম বানাতে হবে। সেটা না থাকলে নিয়মিত বাথরুমের রক্ষণাবেক্ষণ করতে হবে।

এরপরই সতর্কবাণী শুনিয়ে ফিরহাদ বলেন, ‘পুরসভার এই নিয়ম না মানা হলে কড়া পদক্ষেপ নেবে পুরসভা। কর্পোরেশনের আইন অনুযায়ী ফ্ল্যাট মালিককে নোটিস দিয়ে সেই বাথরুম ভেঙে দেবে পুরসভা।’

Previous articleWeather Update : ১৫ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে শীত?
Next articleWorld Tea Day :বিশ্ব চা দিবস ১৫ ই ডিসেম্বর এবং চা-বাগানের দিনগুলি: ড. কল্যাণ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here