Fire in Kolkata তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন ,ভস্মীভূত কারখানার একাংশ : দেখুন ভিডিও

0
126

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা শহরে ফের একবার আগুন লাগার ঘটনা ঘটল।ভস্মীভূত কারখানার একাংশ । এবার তপসিয়ায় একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন লাগে। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। দেখুন ভিডিও

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
সোমবার সকালে তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনের ওই গুদাম থেকে আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাঁরা খবর দেন দমকলে। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও ঘটনায় কারও মৃত্যু হয়নি।


দমকল না আসা পর্যন্ত স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কারণ গুদামটির আশপাশ ঘন জনবসতি এবং এর পিছনেই রয়েছে একটি চামড়ার কারখানা। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু বড় কোনও বিপদ ঘটেনি। দমকল আসার কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। শর্ট সার্কিটের কারণে আগুন বলে মনে হলেও তা তদন্তসাপেক্ষ বলে মনে করছে দমকলবাহিনী। ওই গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় বলে জানানো হয়েছে।

নিজাম প্যালেসে আগুন লেগেছিল। ওই বিল্ডিংয়ের ৬ তলায় আগুন লাগে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেখান থেকে সিবিআই-এর দফতর কিছুটা দূরেই ছিল। এই ঘটনার পর গত সপ্তাহে নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লেগেছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। 

Previous articleKolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th
Next articleDoctors Protest এখনও চলছে কর্মবিরতি! ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে বিকাল ৫টায় বৈঠকে ডাক আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here