Fire in Kolkataগভীর রাতে কলকাতার নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ২০ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি এল নিয়ন্ত্রণে

0
106

অর্পিতা বনিক কলকাতা:শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতার নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে আগুন লাগে। রাত প্রায় দেড়টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের ধারে ওই কাঠের গুদামে আগুন লাগে বলে জানা যায়। খবর পেয়েই দমকলের অন্তত ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

শনিবার সকালেও ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নেভানোর। তবে দুর্ঘটনায় হতাহতের খবর নেই। কিন্তু আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজাও যান ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন শশী পাঁজা। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, রাতে আগুন লাগার পর বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফাটার জেরেই ওই বিস্ফোরণ। 

দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন। দমকলের প্রাথমিক অনুমান গুদামে দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি গঙ্গার হাওয়ার জন্যও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে দমকলের। 

Previous articleWinter Update আসছে হাড়কাঁপানো শীত!প্রথম ইনিংসেই কাঁপুনি ধরাচ্ছে পুরুলিয়া
Next articleArabic music গান গাওয়াতে সায় দেয়নি পরিবার, বাড়ি ছেড়ে শহর থেকে গ্রামে ছুটে শ্রোতাদের আরবিয়ান গান শুনিয়ে  মুগ্ধ করছেন দীপান্বিতা : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here