Fire at SSKM: এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগের সামনে বিধ্বংসী আগুন,অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হল রোগীদের

0
441

দেশের সময় ওয়েবডেস্কঃ এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের দোতলায় আগুন লাগে।

এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগের সামনে ভয়াবহ আগুন । সূত্রের খবর, হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিংয়ে এই আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ন’টি ইঞ্জিন পৌঁছেছে। চলছে আগুন নেভানোর কাজ। তবে হতাহতের কোনও খবর নেই।

পুলিশ সূত্রে খবর, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলছে। হাসপাতাল সূত্রে খবর, যে জায়গায় আগুন লেগেছে, সেখানে কোনও রোগী ছিলেন না। হাসপাতালের কয়েক জন কর্মী ছিলেন। তাঁদের সেখান থেকে বার করে আনা হয়েছে। ঘণ্টাখানেক কেটে গেলেও এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি আগুন। কালোধোঁয়া বেরোচ্ছে৷

দমকল সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু আগুন উৎসস্থল কোথায়, তা এখনও স্পষ্ট নয়। তা জানতেই সিটি স্ক্যান বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা। জরুরি বিভাগের সামনেই ঘটনাটি ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে। আগুন যাতে কোনও ভাবেই ছড়াতে না পারে, সেই চেষ্টাই করা হচ্ছে। সিটি স্ক্যান বিল্ডিংয়ের কাচ ভেঙে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে বলে জানান দমকলকর্মীরা।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি অবশ্য বলেন, ‘‘আগুন আর নেই। ধোঁয়া রয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেনি। সিটি স্ক্যানের মেশিন প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে।’’

দোতলার নিউ ক্যাজুয়ালটি ব্লক থেকে  রোগীদের বের করে অন্যত্র স্থানান্তরিত করা হয়। 

Previous articleIndian playback singer Kumar Sanu আগামীকাল ” দিওয়ানা মন ” রিলিজ হচ্ছে জানালেন কুমার শানু ! কি বললেন কোরিওগ্রাফার বনগাঁর শ্রীলা: দেখুন ভিডিও
Next articleWeather Update: কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ, আরও নামবে তাপমাত্রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here