কলকাতা: ৭ ডিসেম্বর ‘ সাউন্ড অব সোম প্রোডাকশনস’ তাদের প্রথম ফ্যাশন শো- এর আয়োজন করে দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এক অভিজাত ক্লাবে। প্রথম শো- তেই তাক লাগিয়ে দেয়। জৌলুস পরিপূর্ণ এই শো – এ একেবারে চাঁদের হাট বসে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি তাঁর মাতৃ বিয়োগ ঘটে।নিজেকে সামলে নিয়ে এই প্রথম কোন অনুষ্ঠানে আসা। তিনি মডেলেদের শুভেচ্ছা জানান। ‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস’ – এর এই ফ্যাশন শো- ‘এস ফ্যাক্টর’ এবং ‘ আইকনিক পি আর ‘ – এর যুগলবন্দি। অনেকের মতে, এদের যৌথ উদ্যোগ এই ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই একটা খুশির খবর। ফ্যাশন শো- এর বিচারকের আসনে ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার, ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি। দেখুন ভিডিও
আশি জন বিভিন্ন বয়সী মডেল এই ফ্যাশন শো – অংশ নেন। মিস্টার, মিস্ এবং মিসেস- এই তিনটি বিভাগ ছাড়াও খুদে মডেলেদের জন্য একটি বিশেষ বিভাগ ছিল। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পুরস্কৃত হন। এছাড়া সব অংশগ্রহণকারীদেরই মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হয়।
‘সাউন্ড অফ সোম প্রোডাকশনস’ – এর অন্যতম কর্ণধার সোমক সিনহা জানান, ‘ এই শো – এর উদ্দেশ্য হলো এক ছাদের তলায় ফ্যাশন, মিউজিক ও শিল্পের মেলবন্ধন ঘটানো। প্রত্যেক বছরই এই রকম শো আরো অন্য মাত্রায় করার পরিকল্পনা রয়েছে।’ এই সংস্থার আরেক কর্ণধার বিজলী ঘোষ কর্মকার বলেন, ‘ আমরা মূলত স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাই। কিন্তু এবার একটু অন্য কিছু করার ভাবনাতেই এই শো -এর উদ্যোগ নিই।
এখানে তিনজন ডিজাইনারের পোশাকে মডেলেদের রানওয়েতে হাঁটতে দেখা গেছে। এই শো- থেকেই আমরা মডেলেদের বেছে নেবো আমাদের পরবর্তী স্বল্প দৈর্ঘ্যের ছবির কাজের জন্য। বলা যায় শো-এর গোটা ধাপগুলো ওদের অডিশনের পর্ব ছিল।’
এদিন এই প্রোডাকশনস হাউজের নির্মিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবির টিজার মুক্তি পায় এই মঞ্চে। এছাড়াও দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটি ক্ষুদ্র ছবি প্রদর্শিত হয়। ঋতুপর্ণা ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী, তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সী, বানিজ্য কর অধি দপ্তরের সহকারী কমিশনার নাসকিন বক্স প্রমুখ।