Fashion show পাটনায় আই গ্ল্যামের ফ্যাশন শো

0
171
সঙ্গীতা চৌধুরী দেশের সময়

২৮ সেপ্টেম্বর পাটনায় আই গ্ল্যামের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। এটা তাদের দশম বর্ষ। দশ বছর ধরে এই প্ল্যাটফর্ম বহু মডেলকে লাইম লাইটে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে এই শো অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা, বিহার, গোয়া, চেন্নাইসহ আরও নানা জায়গায়। আই গ্ল্যাম সৌন্দর্য প্রতিযোগিতা প্যান ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। আই গ্ল্যামের মিস্টার, মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া ২০২৪ – এর এই মর্যাদাপূর্ণ ইভেন্টে এবার বিহারের প্রতিযোগীর সংখ্যাই বেশি। প্রায় এক মাস ধরে অডিশন পর্ব চলে। তারপর নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় গ্রুমিং সেশন। এই প্রতিযোগিতা অত্যন্ত গ্ল্যামার পরিপূর্ণ। 

আই গ্ল্যামের স্বপ্নদর্শী প্রতিষ্ঠাতা ও পরিচালক দেবযানী মিত্র। দেবযানী মনে করেন, ‘প্রতিভার কোন সীমা নেই। আই গ্ল্যামের লক্ষ্য সারা বিশ্বে দশ মিলিয়ন প্রতিভাকে তুলে ধরা।’ তবে তাঁর মতে, ‘আই গ্ল্যামের লক্ষ্য শুধুমাত্র বিশ্বব্যাপী প্রতিভা প্রচার করা নয়। ব্যক্তিগত ও পেশাগত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সফট স্কিল বিকাশ করা।’

এই প্রতিযোগিতার বেশ কয়েকটি ক্যাটাগরি থাকবে। তবে আই গ্ল্যামের সবচেয়ে বড় ব্যাপার হলো এই সংস্থা সামাজিক দিক নিয়েও কাজ করে। বিশেষ করে ওম্যান এমপাওয়ারমেন্ট নিয়ে। এই প্রতিযোগিতায় একটা রাউন্ড অবশ্যই ওম্যান এমপাওয়ারমেন্টের ওপর থাকবে। তাতে নারী সুরক্ষা, বাল্য বিবাহ, মেয়েদের পড়াশোনা – এই সমস্ত দিকের ওপর আলোকপাত করা হবে। শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মেয়েদের মনেরও বিচার চলবে।

এই সমস্ত তথ্যই জানা যায় এই সংস্থার অফিসিয়াল ফটোগ্রাফার তথাস্তুর থেকে। দশ বছর ধরে এখান থেকে উঠে আসা মডেলরা বিভিন্ন ভাবে নানা জায়গায় কাজ করছে। কলকাতা ও মুম্বইয়ের মডেলিং জগতেও নিজেদের জায়গা পাকা করেছে। আশা করা যায় ভবিষ্যতে আই গ্ল্যামের পরিধি আরও বৃদ্ধি পাবে।

Previous articleDurga Puja 2024“এক টুকরো আকাশ” দেখা যাবে সেন্ট্রাল কলকাতার ইয়ং বয়েজ ক্লাবের পুজো মন্ডপে
Next articleRajanya Haldarপ্রচ্ছদ দেখে গোটা উপন্যাসের বিচার করা ঠিক নয়,মুখ খুললেন রাজন্যা , ছবির মুক্তিতে অনড়ই সাসপেন্ড হওয়া টিএমসিপি নেত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here