এ বছর নববর্ষে প্লাস সাইজ ফ্যাশন শো আয়োজিত হলো দক্ষিণ কলকাতার ইনফিনিটি কোয়েস্ট হলে। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল ‘মনোস্কোপ’। ‘EMBRACE YOUR CURVES’- নামাঙ্কিত এই অনুষ্ঠানের ভাবনা ছিল বেশ অভিনব। নিজেকে নিজে ভালোবাসো। বহু মানুষের মধ্যেই তাদের চেহারা নিয়ে মানসিক সমস্যা তৈরি হয়। কেউ হয়তো মোটা, কেউ হয়তো খুবই রোগা, আবার কেউ কালো, আবার কাউকে দেখতে ভালো নয়- এধরনের নানা দিক নিয়ে মহিলা- পুরুষ উভয়কেই সমাজের, এমন কি তার পরিবারের থেকেও নানারকম ব্যাঙ্গ এবং লাঞ্ছনা সহ্য করতে হয়। অনেক সময় যার পরিনতি হয় ভয়ঙ্কর। তাই এই বিষয়টি নিয়েই সচেতনতা গড়ে তুলতে এ ধরনের একটি অনুষ্ঠানের উদ্যোগ নেয় ‘মনোস্কোপ’। অনুষ্ঠানটি দুটি পর্বে হয়। প্রথম পর্বে ছিল মনোরোগ বিশেষজ্ঞদের এই বিষয়টি নিয়েই নানা মতামত। এবং দ্বিতীয় পর্বে প্লাস সাইজ ফ্যাশন শো।
এই শো-এ মোট আট জন মডেল ছিলেন। তার মধ্যে ছয় জন মহিলা এবং দুজন পুরুষ। এরা কেউই প্রফেশনাল মডেল নন। পুরোনো দিনের গানের সঙ্গে তাল মিলিয়ে তাদের হাঁটতে দেখা যায়। ‘মনোস্কোপ’ – এর কর্ণধার সোমদত্তা ব্যানার্জী বলেন, ” আমাদের এই সংস্থা মানসিক স্বাস্থ্য নিয়েই বরাবর কাজ করে চলেছে। আমরা তিন মাস পর পরই মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করি।
এবারের লক্ষ্য ছিল, মানুষের চেহারার ত্রুটি নিয়ে যে সমস্যা তৈরি হয় সে বিষয়টি সকলের সামনে তুলে ধরা। বিভিন্ন জায়গায় দেখেছি যে মোটা চেহারা নিয়ে বা ভারী পা নিয়ে খুবই হাসাহাসি হয়। স্কুল স্টুডেন্টদের মধ্যেও এটা দেখা যায়। চেহারা একটু স্বাভাবিকের বাইরে হলেই মানুষ তাকে অ্যাকসেপ্ট করতে পারে না। শুধু তাই নয় তাকে নিয়ে মজাও করে। যার ফলে কোন কোন মানুষ গভীর ডিপ্রেশনের শিকার হয়। পরিস্থিতি এমনও হয়ে উঠতে পারে যে কেউ আত্মহননের পথও বেছে নেয়। তাই আমরা মানুষকে এ ব্যাপারে একটু সজাগ করে তোলার চেষ্টা করছি।”
প্লাস সাইজ মডেলরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে পুরোনো দিনের গানের তালে তাল মেলান। নতুন বছরে তাদের এই আত্মবিশ্বাসের ছোঁয়া হয়তো অন্যদেরকেও স্পর্শ করবে, তারাও জীবনকে নতুন করে উপলব্ধি করতে শিখবেন।