

দিগন্ত বিস্তৃত খোলা নীল আকাশের নীচে উত্তাল সমুদ্র। সমুদ্রের হাওয়ায় উড়ে চলেছে কালো শিফন শাড়ির আঁচল। আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের সাদা ফেনা যেন ঘিরে রেখেছে দাঁড়িয়ে থাকা মৎস্য কন্যাটিকে। পাখির চোখে আকাশ থেকে ঠিক এমনটাই দেখাচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত। নারী শরীরে জড়ানো কখনও কালো শিফন শাড়ি আবার কখনও রঙ্গীন বিকিনি। কিংবা সমুদ্রের নরম বালিতে শোয়া ভেজা নারীদেহ স্পর্শ করে যাচ্ছে ঢেউয়ের সাদা ফেনা, আর তাকে ঘিরে রয়েছে একদল ফটোগ্রাফার। চলছে ফোটোশ্যুট।
প্রো আর্ট ফটোগ্রাফির উদ্যোগে প্রবীণ ফ্যাশন ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্তের তত্বাবধানে সম্প্রতি তাজপুরে হয়ে গেল মডেল শ্যুটের আউটডোর ওয়ার্কশপ। প্রো আর্ট এর এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন নানান বয়সের ফটোগ্রাফাররা।

এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী মডেলদের মধ্যে ছিলেন এলিশা কুন্ডু, ইশা উপাধ্যায়, কৃষ্ণা রিনিকা পাত্র, এণাক্ষী চৌধুরী এবং মেকআপ আর্টিস্ট ববি লিওন। দেখুন ভিডিও

একদিনের এই ফটোশ্যুটে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা জানতে পারলেন ফ্যাশন ফটোগ্রাফির বিভিন্ন ধরণ।


ফ্যাশন ফটোগ্রাফি যে আজ কমার্শিয়াল ফটোগ্রাফির একটি অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সেটিই ছিল ওয়ার্কশপের মূল আলোচ্য বিষয়ে। চারজন প্রফেশনাল মডেলের সাহায্যে ফটোগ্রাফাররা তাদের নিজস্ব শিল্প সন্মত সত্তা দিয়ে ফটোশ্যুট করেন। দেখুন ডিডিও

মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ফটোশ্যুটে অংশগ্রহণ করতে পেরে মডেল এবং ফটোগ্রাফার সকলেই বেশ উচ্ছসিত।

প্রো আর্টের কর্ণধার প্রতাপ দাশগুপ্ত দেশের সময়কে জানালেন, “ফটোগ্রাফির বিভিন্ন দিকের মধ্যে মডেল শুট এবং ফ্যাশন ফটোগ্রাফি এখনকার কমার্শিয়াল ফটোগ্রাফির যুগে অন্যতম। এটার একটা বিশেষ বানিজ্যিক দিক রয়েছে। ২০১১ সাল থেকে প্রো আর্ট সেই দিকটিই তাদের ছাত্রছাত্রীদের সেখানোর চেষ্টা করে আসছে”।


এই ফটোশ্যুটের অভিনব দিক ছিল পুরনো বক্স ক্যামেরায় ফ্যাশান ফটোগ্রাফি। প্রবীণ ফটোগ্রাফার জয়ন্ত সাউ – এর হাতে তৈরি ইন্সট্যান্ট বক্স ক্যামেরা এবং ভিনটেজ বক্স ক্যামেরা দিয়ে এই ফ্যাশান ফটোশুট করেন, যা স্বাভাবিক ভাবেই ছিল বেশ অভিনব।