Export: ভারত থেকে ৪ মাস গম ও আটা আমদানি করবে না আরব আমিরশাহি, কেন এই সিদ্ধান্ত?‌

0
1066

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারত থেকে চার মাস গম এবং আটা আমদানি করবে না আরব আমিরশাহি।

জারি হল নিষেধাজ্ঞা। বিশ্বে গম উৎপাদনে দ্বিতীয় হল ভারত। সেই ভারত থেকে কেন আর গম আমদানি করবে না আরব আমিরশাহি?‌ দেশের অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুনিয়া জুড়ে বাণিজ্যের ওপর লাগাম টানার কারণেই এই সিদ্ধান্ত। যদিও এও জানিয়েছে, যে ভারত অন্য দেশে গম রপ্তানি বন্ধের পরেও আরব আমিরশাহিতে বন্ধ করেনি। সেদেশে সাংসারিক প্রয়োজন মেটানোর জন্য গম রপ্তানি করে চলেছিল ৷

ঘরোয়া চাহিদা মেটাতে ১৪ মে ভারত গম রপ্তানি বন্ধ করে দেয়। কারণ ইউক্রেন যুদ্ধের জেরে টালমাটাল অবস্থা আর কড়া বাণিজ্যিক নীতি। কিন্তু জানিয়েছিল, যারা লেটার অফ ক্রেডিট অর্থাৎ ঠিক সময়ে দাম মেটানোর গ্যারান্টি দিয়েছিল, তাদের গম সরবরাহ করবে। ভারতের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়ে যায়। বহু দেশ এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (‌আইএমএফ)‌ এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানায় ভারতকে।

গত ফেব্রুয়ারিতেই দুই দেশ চুক্তি করে। তাতে স্থির হয় একে অন্যের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের মাশুল নেবে না দুই দেশ। এর ফলে তাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক মজবুত হবে। পাঁচ বছরে দুই দেশের বাণিজ্য বানবে ১০ হাজার কোটি ডলার। তার পরেও কেন এই সিদ্ধান্ত আরব আমিরশাহির?‌ অনেকে মনে করছেন, পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যেই অসন্তুষ্ট আরব আমিরশাহি। 

Previous articleRahul-ED: ন্যাশনাল হেরাল্ড মামলা: টানা তিন দিন ৩০ ঘণ্টা জেরা, ফের শুক্রবার রাহুলকে তলব ইডির
Next articleTrain : আজ থেকে১১০০ যাত্রী নিয়ে দেশে প্রথম বেসরকারি ট্রেন চলা শুরু হল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here