Encounter Threat: ক্ষমতায় আসার পর এনকাউন্টারের হুমকি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের

0
731

দেশের সময় ওয়েবডেস্কঃ ক্ষমতায় এলে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা ‘‌হার্মাদ’‌–এর মতো আচরণ করছেন, তাঁদের পুলিশ দিয়ে ‘‌এনকাউন্টার’‌ বা গুলি করে মারার হুমকি দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

বুধবার এক প্রকাশ্য সভায় এই কথা বলেন তিনি। তাঁর এই বক্তব্যের নিন্দা করেছে তৃণমূল। মঙ্গলবার দলের একটি সাংগঠনিক সভায় নদিয়ার গয়েশপুরে বৈঠক করতে গেছিলেন বনগাঁর সভাপতি রামপদ দাস‌। দলীয় কার্যালয়ে বসে তিনি যখন বৈঠক করছিলেন, তখনই তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে।

প্রতিবাদে বুধবার বনগাঁর বিভিন্ন জায়গায় বিজেপির তরফে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  বিক্ষোভ মিছিলে থেকেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে হুমকি দিয়ে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বলেন, ‘‌যারা তালিবানি শাসনে বিশ্বাসী আমরা বলে দিতে চাই আগামীদিনে এই পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করাব আমরা।’‌ এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ এবং অসমের উদাহরণ দেন স্বপন।  রাজ্য তৃণমূলের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‌বিজেপির মধ্যে এখন অভ্যন্তরীন গোলোযোগ চলছে। গয়েশপুরের ঘটনা তারই একটা ফল।

কিন্তু সেটাকে সামনে রেখে বিজেপি নেতা যে এনকাউন্টার করার কথা বলছেন সেটা ভয়ঙ্কর। তাঁরা এখানে উত্তরপ্রদেশ এবং বিহারের মতো মাফিয়া রাজ কায়েম করতে চান বলেই এইসব কথা বলছেন।’‌ 
মঙ্গলবার দলের নেতার ওপর হামলার প্রসঙ্গে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বলেন, ‘‌নদিয়ায় দলের অফিসে ঘরোয়া বৈঠকে যোগ দিতে রামপদ গেছিলেন। দুপুর তিনটে নাগাদ তৃণমূলের হার্মাদবাহিনী এসে তাঁর গাড়ি ভাঙচুর করে। ইঁট দিয়ে তাঁকে মারার চেষ্টা করে। এমনকী স্থানীয় থানায় গেলেও পুলিশের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে নিন্দা করা ছাড়াও আমরা সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করব।’‌  বুধবার প্রকাশ্যে এনকাউন্টার নিয়ে তাঁর এই হুমকির পর দেশের সময় অনলাইনকে তিনি বলেন, ‘‌ক্ষমতায় আমরা আসবই এবং যে পুলিশকে নিয়ে তৃণমূল নেতারা এই কাজগুলো করছেন তাঁদের দিয়েই এনকাউন্টার করাব আমরা। কারণ, পাপীদের তো জায়গা হয় না।’‌ 

এদিকে বিজেপির বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ তুলে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান শংকর দত্ত বলেন, “বিজেপি একটি উশৃঙ্খল দল। ওদের বিষয়ে যত কম বলা যায়, ততই ভাল। ওরা ভয়ের পরিবেশ সৃষ্টি চেষ্টা করছে৷ ওরা পালানোর পথ পাবে না, বাংলার মানুষ তৈরি আছে। স্বপন মজুমদার একজন জালিয়াত। ওর বিরুদ্ধে মামলা চলছে৷ বিধায়ক পদ খারিজ হবে।”
Previous articleIndia Corona: উদ্বেগ বাড়িয়ে ৪২%-এরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু, দেশে ৩ লাখ ছুঁইছুঁই কোভিড সংক্রমণ,পজিটিভিটির হার ১৫.১৩ শতাংশ
Next articleWeather Update: পশ্চিমী ঝঞ্ঝা!‌ কলকাতা সহ শিলাবৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়, জানাল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here