Elephant attack : মর্মান্তিক ঘটনা: হাতির হামলায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর

0
783

দেশের সময় ওয়েবডেস্কঃ এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হাতি পিষে দিল ৷ বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। অর্জুন দাস নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী মারাত্মক ভাবে জখম হয়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে বাবার সঙ্গে বেরিয়েছিল অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। আজ প্রথম ভাষা পরীক্ষা ছিল তার। সেই সময় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় হামলা চালায় দলছুট একটি দাঁতাল। হামলায় গুরুতর জখম হয় অর্জুন। তাকে নিয়ে তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর পরিবারের সদস্যেরা। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হয় অর্জুনের। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বনকর্মী এবং পুলিশকর্মীরা।

(বিস্তারিত আসছে)

Previous articleMadhyamik Exam 2023: রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক,চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Next articleMamata Banerjee: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বনাঞ্চলে বাসের ব্যবস্থা, ঘোষণা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here