Ei Raat Tomar Amar পরমব্রত- র এই রাত তোমার আমার 

0
11
সঙ্গীতা চৌধুরী : দেশের সময়

কলকাতা : অঞ্জন দত্ত – অপর্ণা সেনকে প্রথমবার পাওয়া যাবে জুটি হিসেবে। ছবির নাম ‘এই রাত তোমার আমার’। ছবিটির পরিচালনা করেছেন অভিনেতা – পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাব প্রাঙ্গনে মুক্তি পায় ছবির প্রথম ঝলক। ঐ দিন কেক কেটে অভিনেতা অঞ্জন দত্তের জন্মদিনের প্রাক্ উদযাপনও করা হয়। সব মিলিয়ে ছবি মুক্তির আগে এক জমজমাট অনুষ্ঠান আয়োজিত হয়। ছবিতে অমর ও জয়া- র বিয়ের ৫০ বছর পেরিয়ে তাঁদের এক রাতের গভীর সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এই চরিত্র দুটিতেই অভিনয় করেছেন যথাক্রমে অঞ্জন- অপর্ণা।

ছবির ঝলকে দেখা যায়, জয়া ক্যানসার আক্রান্ত। অমর- জয়া একে অন্যের ওপর নির্ভরশীল। তাঁদের একমাত্র সন্তান পরমব্রত। তারা সাধারণ এক দম্পতি। তাদের মধ্যে ভালোবাসা আছে আবার সম্পর্কের একটা ক্লান্তি আছে।দুজনে সাহচর্যকে এনজয় করে।

অপর্ণা সেনের কথায়, ‘ এই ছবিতে আমার বিপরীতে অঞ্জন আছে বলেই অভিনয় করেছি। ওর সঙ্গে কাজ করাটা আমার কাছে খুব ভালো লাগা একটা ব্যাপার।’ অঞ্জন দত্ত বলেন, ‘পরমকে আমি এক সময় সিনেমার জগতে নিয়ে আসি। সেই পরম এখন রিনাদি আর আমাকে নিয়ে ছবি বানিয়েছে। এটা আমার কাছে একটা অন্যরকম ব্যাপার।’

পরমব্রত অঞ্জন দত্তের ‘ হাফ চকোলেট’ দিয়েই প্রথমবার বড়পর্দায় পা রাখেন। আবার অপর্ণা সেনের একাধিক ছবিতে অঞ্জন দত্ত কাজ করেছেন। ছবিটি তিনজন পরিচালকের একটা মিলিত প্রয়াস। তাই ছবির পরিচালকের দাবি, ‘এই রাত তোমার আমার’ শুধু আমার নয়, এটা আমাদের হয়ে উঠেছে।

এই ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে অঞ্জন দত্তের কন্ঠে। গানটি হলো ‘ তুমি রবে নীরবে’। ছবিটির প্রযোজনায় রোড শো ফিল্মস। নিবেদনে হইচই স্টুডিও। ৩১ জানুয়ারি হলে আসছে ‘ এই রাত তোমার আমার ‘।

Previous articleWeather Update মাঘের শীত উধাও! ফের চড়ছে পারদ,হাওয়া অফিসের আপডেট জানুন
Next articleIndia-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় জোর তৎপরতা, গাইঘাটায় জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here