দেশের সময় ওয়েবডেস্কঃ কোচিং স্টাফ পরশ মামব্রে এবং বিক্রম রাঠোরকে নিয়ে সরাসরি ইডেনে হাজির হলেন রাহুল দ্রাবিড়। জৈব বলয়ের মধ্যে রয়েছে টিম ইন্ডিয়া। তাঁদের জন্য ইডেনে বিশেষ গ্রিন করিডোর করা হয়েছে। এদিন মোহনবাগান ক্লাবের উল্টোদিকে গেট নম্বর ১৭ দিয়ে ইডেনে প্রবেশ করেন দ্রাবিড় সহ ভারতের ব্যাটিং এবং বোলিং কোচ। সটান চলে যান মাঠে। বেশ কিছুক্ষণ পিচ পরিদর্শন করেন টিম ইন্ডিয়ার হেডস্যর।
দু’দিন আগেও উইকেটে ঘাস ছিল। সেটা কিছুটা ছাঁটা হয়েছে। স্পোর্টিং উইকেট রাখা হয়েছে। ইডেনের পিচ কিউরেটর জানান, উইকেট দেখে খুশি হয়েছেন রাহুল দ্রাবিড়। সুজন মুখার্জি বলেন, ‘রাহুল দ্রাবিড় পিচ দেখে খুশি। বেশ অনেকক্ষণ ধরে উইকেট পরিদর্শন করেন। আমাকে জিজ্ঞেস করেন, উইকেটে টার্ন হবে কিনা। দ্রাবিড় পিচ দেখে সন্তুষ্ট। উনিও একটা উপভোগ্য ম্যাচের আশা করছেন।’ ইডেনেও টস বড় ফ্যাক্টর হবে জানিয়ে দিলেন সুজন মুখার্জি।
আশা করছেন প্রথমে ব্যাট করা দল ১৬০-১৮০ রান তুলতে পারে। নভেম্বরের এই সময় রাতের দিকে শিশির অবধারিত। শিশির ফ্যাক্টর যাতে বিশেষ প্রভাব না ফেলে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাচের দু’ঘণ্টা আগে মাঠে স্প্রে করা হবে। এছাড়াও প্রতি দশ ওভার অন্তর রোপিং করা হবে। শনিবার সন্ধেয় মাঠ পর্যবেক্ষণ করতে আসেন ম্যাচ অফিশিয়ালরা।
ইডেনে ভারত নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের জন্য নাইট কারফিউয়ের বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার ৷ এ দিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রবিবার রাত এগারোটার বদলে রাত ১টা থেকে নাইট কারফিউয়ের বিধিনিষেধ বলবৎ করা হবে৷
সরকারি নিয়ম অনুযায়ী করোনা অতিমারির জন্য রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউয়ের বিধিনিষেধ জারি থাকে৷ জরুির প্রয়োজন ছাড়া ওই সময়ের মধ্যে বাইরে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন৷
কিন্তু ইডেনে যে হেতু রবিবার খেলা শেষ হতে হতেই রাত এগারোটার কাছাকাছি বেজে যাবে, তাই ওই সময়ে বিধিনিষেধ জারি থাকলে খেলা দেখতে আসা সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়বেন৷ খেলা শেষ হওয়ার দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেই কারণেই বিধিনিষেধ আংশিক শিথিল করা হল৷ পাশপাশি খেলা শেষ হওয়ার পর খেলোয়াড়দের হোটেলে ফিরতেও বেশ কিছুটা সময় লাগবে৷
কিন্তু ইডেনে যে হেতু রবিবার খেলা শেষ হতে হতেই রাত এগারোটার কাছাকাছি বেজে যাবে, তাই ওই সময়ে বিধিনিষেধ জারি থাকলে খেলা দেখতে আসা সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়বেন৷ খেলা শেষ হওয়ার দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেই কারণেই বিধিনিষেধ আংশিক শিথিল করা হল৷ পাশপাশি খেলা শেষ হওয়ার পর খেলোয়াড়দের হোটেলে ফিরতেও বেশ কিছুটা সময় লাগবে৷