দেশের সময় , পেট্রাপোল : বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই নিয়ে ঝাড়খণ্ডে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। উত্তর ২৪ পরগনার বনর্গা ,মধ্যমগ্রাম, ব্যারাকপুর-সহ আরও একাধিক জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দেখুন ভিডিও
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং হাওয়ালার মাধ্যমে দেশ-বিদেশে টাকা পাচার করা হতো। ঝাড়খণ্ডে এই চক্রের বিরুদ্ধে তদন্ত দাবি করে মামলা হয়েছিল। আর তারই প্রেক্ষিতে এ দিন তল্লাশি অভিযান চালায় ইডি। বনগাঁর পূর্ব পাড়ার এক গাড়ি চালক পিন্টু হালদার, মধ্যমগ্রামে একটি আবাসনের পিঙ্কি বসু এবং অভিজিৎ বসুর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। মঙ্গলবার সকালে বনগাঁর পূর্ব পাড়া ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদারের বাড়িতে পৌঁছয় ইডি-র চার সদস্যের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, তার গাড়ির মাধ্যমে বেআইনি অর্থ পাচার করা হত বলে সন্দেহ তদন্তকারীদের।
একই সঙ্গে বনগাঁ ও পেট্রাপোল থানা এলাকায় তিন ব্যক্তির বাড়িতে একযোগে অভিযান শুরু করে ইডি ।
বনগাঁ থানার ভাসান পোতার জামাল উদ্দিনের বাড়িতেও অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা ।
পেট্রাপোল থানার পেট্রাপোল গ্রামে ইয়াকুব শেখের বাড়িতেও ইডির প্রতিনিধিরা হানা দেয় এদিন সকালে। পেট্রাপোল সীমান্তে ইয়াকুবের মুদ্রা বিনিময় কেন্দ্রেও যায় এবং সেখান থেকে ইয়াকুব শেখকে সঙ্গে করে পৌঁছায় তার বাড়িতে শেষ মুহূর্তের খবর ইয়াকুবের বাড়ির ভিতরে ইয়াকুব কে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা ।
এছাড়াও মধ্যমগ্রাম সোদপুর রোডের উপর বোর্ডঘর এলাকায় একটি বার ও রেস্তোরাঁতেও তল্লাশি চালান তিন ইডি আধিকারিক। কালো টাকা সাদা করার সঙ্গে এই রেস্তোরাঁর যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। অন্যদিকে, মধ্যমগ্রামের বাসিন্দা পিঙ্কি বসু এবং অভিজিৎ বসুও তদন্তকারীদের নজরে রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, তাঁরা প্রাক্তন স্বামী স্ত্রী। শহর কলকাতা, ব্যারাকপুর, বিরাটিতেও চলছে ইডি তল্লাশি।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে,ঝাড়খণ্ডের একটি আর্থিক তছরুপ মামলায় শহর কলকাতায় ফের ইডি তল্লাশি। দেশে ১৭ জায়গা এবং পশ্চিমবঙ্গে মোট ১২ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সূত্রের খবর এমনটাই। ঝাড়খণ্ডের আদালতে দায়ের হওয়া একটি আর্থিক তছরুপ মামলায় ইডি এই তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।