ED উলোটপুরাণ! অভিষেকের অফিসে ফাইল ডাউনলোড মামলা, এবার রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গেল ইডি

0
405

দেশের সময়, কলকাতা: উলোটপুরাণ ! এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি তলব করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। ৪৮ ঘণ্টার মধ্যে এবার রক্ষাকবচের আবেদন করে হাইকোর্টে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে ডাক্তার দেখিয়ে ফিরতেই তাঁর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডি গোয়েন্দারা। সেই সময়ে অভিষেকের অফিসের একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করেন তাঁদের মধ্যেই একজন। এই ঘটনা নিয়েই লালবাজারে অভিযোগ জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্ট্যান্ট। তার পর এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে লালবাজার।

কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থা। জেনারেল ডাইরির ভিত্তিতে ED আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিভিন্ন প্রশ্নের উত্তর চাইছে কলকাতা পুলিশ। অভিযোগ ED র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে ED, এই ১৬ টি ফাইল তদন্তের কোথাও ব্যবহার করবে না তারা। কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি। তার পরেও এই হয়রানি। অভিযোগ তুলেছে ED।

ফোন করে তথ্য চাওয়া হচ্ছে। ইমেল পাঠানো হচ্ছে। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসারদের রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিচারপতি সিনহার দৃষ্টি আকর্ষণ করেছেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি বলেছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকে ডাউনলোড করা ওই ১৬টি ফাইলকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশে বলা হয়েছে ওই ১৬টি ফাইলকে কোনওভাবে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও ওই ফাইলগুলি ডাউনলোডের ব্যাপারে দায়ের হওয়া একটি জেনারেল ডাইরির ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

ইডি অফিসারদের আশঙ্কা এই ঘটনায় তাদের গোয়েন্দাদের আরও হেনস্থা করা হতে পারে। হেফাজতেও চাইতে পারে কলকাতা পুলিশ। সেই কারণেই গোয়েন্দাদের জন্য রক্ষাকবচ চাওয়া হচ্ছে। মামলাটি দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

আবেদনপত্র দাখিল করার অনুমতি দিল আদালত। আজই শুনানি হবে এই আবেদনের। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছিল ইডি। রবিবার সন্ধেয় টুইট করে অভিষক জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই মতো বুধবার ইডি দফতরে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবারই ছিল দিল্লিতে বিজেপি-বিরোধী জোটের ‘সমন্বয় কমিটি’র প্রথম বৈঠক। কমিটির সদস্য হিসাবে সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু তা হয়নি।

Previous articleWeather Update:বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
Next articleDesher Samay Bengali Neews Paper Title Song :দেশের সময়-এর টাইটেল সং গাইলেন শুভঙ্কর ভাস্কর, একান্ত সাক্ষাৎকারে কি বললেন শিল্পী ! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here