প্রতিদিন ভূমিকম্প। ফের বিপদ নেমে এল নেপালে। শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে বিহার থেকে শিলিগুড়ি, দার্জিলিং পর্যন্ত কম্পন অনুভূত হল। ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নেপালে একাধিক বাড়িতে ফাটল ধরেছে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের বাগমতী প্রদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার রাত ২টো ৩৬ মিনিটে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
নেপালের সিন্ধুপালচক জেলার প্রশাসনিক কর্তা গণেশ নেপালি জানিয়েছেন, ভূমিকম্পের ঝাঁকুনি এতটাই তীব্র ছিল যে গভীর রাতে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে ছুটে যান, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘরে ফেরেন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে একাধিক বাড়িতে ফাটল ধরেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত ২ টো ৩৬ মিনিট নাগাদ নেপালের বাগমতি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। আমেরিকার জিওলজিক্যাল সার্ভেও এটিকে ৫.৫ মাত্রার ভূমিকম্প বলেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
https://x.com/ANI/status/1895228121525428243?t=7znLnx2KskPM44Hutazycw&s=19
ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত নেপালে বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে একাধিক বাড়ি, পুলিশ পোস্টে ফাটল ধরেছে। কোথাও বড় ক্ষতি হয়েছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখছে।
বাংলার দার্জিলিঙ, শিলিগুড়ি, বিহারের মুজফফরপুর ও পটনাতে ভূমিকম্পের ঝাঁকুনি স্পষ্ট অনুভূত হয়েছে। বহু বাড়ির জানালা কেঁপে উঠেছে, ঘরের ফ্যান দুলেছে। যদিও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কলকাতাও টের পেয়েছে মৃদু কম্পন।
গতকাল, ২৭ ফেব্রুয়ারি অসম ও বাংলাদেশের সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫। এর আগেই ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের ভূমিকম্পে কম্পন অনুভূত হয়েছিল, ভুবনেশ্বর-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। সেসময় ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ এবং উৎসস্থল ছিল সমুদ্রের ৯১ কিলোমিটার গভীরে।
ক্রমাগত ভূমিকম্পের কারণে সংশ্লিষ্ট এলাকার মানুষ আতঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও কম্পন অনুভূত হতে পারে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
https://x.com/DisastersAndI/status/1895234558829961244?t=wVCmObjoVQ1r1Da94oqrXg&s=19