দেশের সময় ওয়েবডেস্কঃ ভোরের আলো ফোটেনি তখনও। গভীর ঘুমে ডুবে কলকাতা। এর মধ্যেই দুলে উঠল খাট, কেঁপে উঠল মাটি! শুক্রবার কাকভোরের এই কম্পনে, ঘুম ভেঙে যায় বহু মানুষের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা ও মায়ানমারের একাংশ কেঁপে উঠল ভূমিকম্পে।দেশের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।
বিশেষজ্ঞদের পরিভাষায় ‘ভেরি স্ট্রং’ বলেই বিবেচিত হয়েছে এই ভূমিকম্প। তবে এখনও তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিন, শুক্রবার ভোর ৫ টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ডে ভারত-মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় জোরালা ভূমিকম্প হয় বলে জানা গেছে। কম্পনের উৎস ছিল ভারত-মায়ানমার সীমান্তে ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে।
রাজ্যের বিভিন্ন স্থান থেকে নেটমাধ্যমে অনেকেই সকাল সকাল জানিয়েছেন, কম্পন অনুভূত হয়েছে। কেউ প্রশ্ন করেছেন, ‘এখনই কি ভূমিকম্প হল?’
কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন। তবে নির্দিষ্ট কোন টেকটনিক প্লেট এই কম্পনের পিছনে, তা নিয়ে এই প্রতিবেদন প্রকাশের সময় কিছু জানা যায়নি। বড়সড় ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।