দেশের সময় ওয়েব ডেস্কঃ বুধবার সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। এদিন সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ অসম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। ভূমিকম্পের উৎসস্থল অসমের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কম্পন অনুভূত বাংলাদেশেও।
জানা গেছে ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে কম্পন হয়। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এমনকি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক এলাকার মানুষ ভূকম্পন অনুভব করেছেন বলে খবর।
সাতসকালে এমন জোরদার ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘুম থেকে উঠেই মানুষ দেখেন কাঁপছে পায়ের তলার জমি। বাংলাদেশের কিছু কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
যদিও এখনও পর্যন্ত বুধ সকালের ভূমিকম্পে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি।রাজ্যের জেলাগুলিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
দিন দুয়েক আগেই ভূমিকম্প হয়েছিল হরিয়ানাতে। দিল্লিতেও অনুভূত হয়েছিল কম্পন। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা বেশি না হলেও আতঙ্ক ছড়িয়েছিল অনেক খানি। দিল্লিতে কয়েক সপ্তাহ আগে আরও একবার ভূমিকম্প হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে ঘন ঘন এই কম্পনে ত্র্যস্ত সাধারণ মানুষ।উত্তরবঙ্গেও অনুরূপ আতঙ্ক ছড়িয়েছে।