Durgapuja: ১ সেপ্টেম্বর কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন

0
817

দেশেরসময় ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, পুজো শুরুর একমাস আগে ইউনেস্কোর স্বীকৃতিকে উদযাপিত করা হবে। সেই অনুষ্ঠানের জন্য ইউনেস্কোকে চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠিয়ে ইউনেস্কো জানিয়েছে, ১ সেপ্টেম্বর কলকাতার অনুষ্ঠানে তাঁদের দুই প্রতিনিধি উপস্থিত থাকবেন ৷

ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলে রেখেছেন, প্রতিটি জেলার দুর্গাপুজো কমিটি, ক্লাব—সবাইকে একত্রিত করে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন হবে। মমতা জানিয়েছেন, প্রতিটি জেলায় একটি করে জায়গায় এই কর্মসূচি হবে। কলকাতাতে ওইদিন বেলা ১টায় শ্যামবাজারে জমায়েত হবে। তারপর মিছিল হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী পর্যটন দফতরকে নির্দেশ দিয়েছেন, কার্নিভাল এবার দারুণ জাঁকজমক করে করতে হবে। মাঝে দু’বছর কোভিডের নানান বিধিনিষেধের কারণে পুজো সেভাবে হয়নি। ঠাকুর দেখার ক্ষেত্রেও আদালতের নিষেধাজ্ঞা ছিল জনস্বাস্থ্যের কারণে। এবার সেই পরিস্থিতি নেই। ফলে এক মাস আগে থেকেই পুজো শুরু হয়ে যাবে বাংলায়। তারপরই কার্নিভাল।

Previous articleMohun Bagan: ‘ম’ দিয়ে শুর, মোহনবাগানের কথা মনে পড়লেই মায়ের কথা মনে পড়ে মমতা
Next articleBJP : পশ্চিমবঙ্গ বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বনসল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here